আলো বসু - মায়াজম

Breaking

৩০ সেপ, ২০১৬

আলো বসু

                          ওদের দুর্গা




অন্ধকারে নামছি ---
এখানে শিউলির পুজোগন্ধ নেই 
কাশের সাদা উৎসব লেখে না ,
ভাতের সাদায় খিদে
খাঁচার ধকধক বাঁচার চিহ্ন
মিলিয়ে যায় ঢাকের শব্দে
নতুন কাপড়ের গন্ধে বমি পায়,
হঠাৎ চোখ ঝলসানো আলোয়
ওদের মাথা ঘোরে ----
এখানে মন্ডপ অন্ধকারে
……ফিরে আসছি মন্ত্রের সঙ্গে ---
‘ যা দেবী সর্বভূতেষু সৃষ্টিরূপেন সংস্থিতা
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ ‘

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র