পারমিতা চক্রবর্ত্তী - মায়াজম

Breaking

৩০ সেপ, ২০১৬

পারমিতা চক্রবর্ত্তী

                          ১৪৪ ধারা 





______________________
শরীর জুড়ে চলছে ১৪৪ ধারা
মনের নতুন ঠিকানা সংশোধনাগার
জীবনের উপর রাখা বিশ্বাসের হাত
শিথিল হয়ে ঝরে পড়েছে রাস্তায়
অঝোর বৃষ্টি ভিজিয়েছে থেমে থাকা সিগন্যালের ক্লান্তিগুলোকে
এ পোয়া়তী রাত উষ্ণতার আবির মেখে সোহাগী আদরের মৌ সাক্ষরিত হয় না
স্লিপিং পিলের চাদরে ঘুমিয়ে
থাকে উপেক্ষা গুলোকে আলিঙ্গন করে
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের রিংটোনে অনুচ্চারিত 'তুমি' অপেক্ষায় ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র