মীনাক্ষী মুখার্জী - মায়াজম

Breaking

৩০ সেপ, ২০১৬

মীনাক্ষী মুখার্জী


অসম্পূর্ণ রাইড


বিরহের কোলাহল কেটে গেলে ফিরে এসো
কবিতার নীলখামের রাত্রিতে
নিয়ে যাবো নির্জন নদীর পাড় ভাঙা শব্দে পাখির চমক যেখানে জোনাক মগ্ন স্তব্ধতা
হয়তো কোন অরণ্যের গভীরতর ঘনত্ব
আমি দিতে পারব না ; শুধু দিয়ে যাব আবেশ
তৃপ্ত ব্রাউনিং- এর ' দ্যা লাস্ট রাইড ট্যুগেদার '
আমাদের অন্তন রাইড নিয়ে অস্ফুট ভোর
প্রতিদিনের রাঙানো লাল সূর্যের হাই
তোমার অতৃপ্ত ঝ'রে পড়বে অন্য অরণ্যে
জীবন থেকে কবেই তো হারিয়েছি আমি
তবু নোনাজলের মর্গে আমার কোষ, স্নায়ুতে
শুধু তোমার গন্ধ ভাসে.....

২টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র