খেলা
তোমাকে আঘাত নয়,
নিজেকে ধ্বংস করার জন্য
এই বূহ্য রচনা করেছি, যাতে কেউ না
নিজেকে ধ্বংস করার জন্য
এই বূহ্য রচনা করেছি, যাতে কেউ না
ব্যাঘাত ঘটাতে পারে এই শব্দহীনতাকে।
পৃথিবীর পাপের ফসল আমি
নাড়িয়ে দেখেছি;কিছুক্ষন
নাড়াচাড়া করতে থাকলে
জল বেরিয়ে যায়,,,
নাড়িয়ে দেখেছি;কিছুক্ষন
নাড়াচাড়া করতে থাকলে
জল বেরিয়ে যায়,,,
হাঁসগুলো খেলা করে বাগানে বর্ষায়
আমাদের অমোঘ নিয়তি
কপালে দিয়েছে দান
কিন্তু বুক খালি ।
কপালে দিয়েছে দান
কিন্তু বুক খালি ।
সুচিন্তিত মতামত দিন