একটি প্রেমহীন কবিতা
অপেক্ষার সময় থেকে আমি কুড়িয়ে নিই
অবজ্ঞা ও ভালোবাসা...
অবজ্ঞা ও ভালোবাসা...
উত্তর কিংবা দক্ষিণ গোলার্ধে যতক্ষণ
হাজারো চোখে চোখ রাখো স্বচ্ছ
হাজারো চোখে চোখ রাখো স্বচ্ছ
আমি ততক্ষণ পাঁচ মাথার রাস্তাকে ভাবি
প্রাসাদ ও প্রেয়সী...
প্রাসাদ ও প্রেয়সী...
তুমি আসবে বিশ্বাস ও বিলাপের ঘুড়ি উড়িয়ে
আমি ব্যস্ততার প্রহর গুনি
আমি ব্যস্ততার প্রহর গুনি
তুমি এলে উৎসবে ও দীর্ঘ নদীর ভাটার টানে
প্রতিকূল হরেক জীবন তোমাতেই আস্তা রাখে
প্রতিকূল হরেক জীবন তোমাতেই আস্তা রাখে
তুমি আসবে তাই...
সুচিন্তিত মতামত দিন