হরিৎ বন্দ্যোপাধ্যায়

মায়াজম
0 minute read
0
হৃদয়কথা 



ভেতরে যখন অবিশ্রান্ত বৃষ্টি
বাইরে তখন ভীষণ খরার জ্বালা
ভেতরে যখন ঘুমিয়ে গেছে হাওয়া
বাইরে তখন মুখরিত মাঠঘাট
বাইরে থেকে ফিরছ যারা ঘর
তাদের বলি বারেক দাঁড়াও ঘুরে
এগিয়ে এসো আরও অনেকটা পথ
দাঁড়াও এসে ভেতর ঘরের কাছে
এবার দেখো বদলে গেছে চিত্র
বাহির এখন ভিতর ঘরে লীন
জানলে যখন দাঁড়িয়ে কেন একা
হোক না এবার হৃদয়কথা শুরু ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)