সাঁওতালডিহি
একটু এগিয়ে এলেই কালিয়ানিবাস। দু’পাশের রাস্তা নেমেছে মাঠে!
রাস্তার কিনারে মেঠুয়া ঘর
দু’দন্ড বসি শিথিলতার খোঁজে মাদলছন্দে শান্তি আর হাঁড়িয়ায়।
রাস্তার কিনারে মেঠুয়া ঘর
দু’দন্ড বসি শিথিলতার খোঁজে মাদলছন্দে শান্তি আর হাঁড়িয়ায়।
আবার একটুপর ফিরে যাবো চেনায় ঘিরে নেবে দেহ মিথ্যে,অশরীরী ভাষায়
বেড়াজাল কেটেকুটে থমকে যাওয়ার দায়
কী অসহ্য এই উদাস অবক্ষয়
বেড়াজাল কেটেকুটে থমকে যাওয়ার দায়
কী অসহ্য এই উদাস অবক্ষয়

সুচিন্তিত মতামত দিন