প্রসেনজিৎ দত্ত - মায়াজম

Breaking

৩১ মার্চ, ২০১৭

প্রসেনজিৎ দত্ত

                                 বোধন 



বোকা রাস্তা দিয়ে একটা যোনি দু'টো স্তন হেঁটে যাচ্ছে
সম্ভ্রমের দ্বার আগলে নারীজন্ম,ছিদ্রপথে ঘর পোড়াবার আগুন
নষ্ট শস্যের হাওয়ায় উড়ছে ভরা সর্বনাশ,আঁচলে খসছে চরিত্র
কতগুলো অভিলাষী হায়নাচোখ দশমাসের শান্তির আশ্রয়কে
মধ্যমা দেখিয়ে ক্ষুধায় জ্বলছে,শ্বাপদ অন্ধকারের সাক্ষ্য থাকছে
প্রাগৈতিহাসিক দাঁত-নখে জরায়ুতে আঁচড়-কাটা আদিম উপাখ্যান
দুঃখী শব্দমালা ঠেলে বোবা চিৎকার মিলেছে শীৎকারে,অশুভ আঁতাতে
দিগন্তবিস্তৃত স্থির থাবার ঝাঁপিয়ে পড়ার আগমুহূর্তের দমবন্ধ স্তব্ধতা একটু একটু করে ফাগ ধুলো হয়ে ঢেকে ফেলেছে নিজস্ব আকাশ
বাতাসে ভরছে বিষ,গোড়ালিতে রক্তমাখা আলতা,তবুও স্পষ্ট দেখতে পাচ্ছি
নগ্নতার চোরাস্রোতে ছাপিয়ে যাচ্ছে দেবীর কাঠামো আর কারিগরের তুলিতে
তুমিত্বের নবরূপে সেজে বোধনের অপেক্ষায় খুর ঘষছে বল্গাহীন ঘোড়া।

২টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র