পারু পারভিন - মায়াজম

Breaking

৩১ মার্চ, ২০১৭

পারু পারভিন

জেগে ওঠো



দীকে আলিঙ্গনে বাঁধলে ঢেউ
দুলে ওঠে নৌকার পারানি,
তৃষ্ণা ঢেলে দাও জাগবে ধরনী।
কবিতার হিরম্ময় ঘর যতিহীন পরষ্পর
হাতকড়া খুলে পালাবে এবার।
নিভে যাওয়া বন জাগবে যখন
বারহাত তাঁত খুলে হবে ঘোড় সওয়ার।
ঘর নাই বাড়ী গুলো নারীর ভাগাড় !
নদীকে ঝাঁপটে ধরো
দুলে উঠুক পিপাসা
চোখে চোখ ঢেলে দাও
জেগে ওঠো নিভুনিভু
মরে যাওয়া সব মেয়েরা

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র