দেবাশিস দাস - মায়াজম

Breaking

৩১ মার্চ, ২০১৭

দেবাশিস দাস

                             রদবদল



মার মৃতদেহ ঘিরে হয়তো চারটে কীট
খেয়োখেয়ি চালাবে;
হয়তো বা মোমবাতি হাতে উস্কাবে বুদ্ধিজীবীর দল।
সূর্যকে পরাস্ত করার নেশায় দিওয়ালিতে মাতবে আম আদমি;
প্রকাশ্য দিবালোকে।
রাতে চালাবে উদ্দাম শোক মুছার কাজ।
জারজের ঘর থেকে জন্ম নেবে কোনো অর্জুন
শাসন চালাবে মৃত্যুর অব্যবহিত পর পরই।
জীবিত ছিলাম সেদিন,
মোমবাতি জ্বলেছিলো ঘনিষ্ঠ রাতে, বার্ষিকীতে।
ফিকে করে দেবে বলে জীবনের সমস্ত রং
উপহারের পর উপহার, শুভেচ্ছাবার্তার কচকচানি।
সারারাতের শীৎকার... নেতিয়ে পড়া শরীরে আলিঙ্গন।
শিরায় শিরায় যন্ত্রণাপ্রবাহ অবশেষে জমাট বাঁধা ঠান্ডায়
বিরক্ত করে তুলবে ভগবানের মুখও।
কর্ণের কাছে হেরে রাজা হবে পৌরাণিক অর্জুন।

২টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র