দেবযানী বসু - মায়াজম

Breaking

৩১ মার্চ, ২০১৭

দেবযানী বসু

                 মায়ের হারানো প্রাপ্তি নিরুদ্দেশ - ১



জ্রবিদ্যুতের ছাতার তলায় মা দাঁড়ায়।হয় মার্জারিন নয় নবনীত কপাল। মায়ের কাম দেখি যাবতীয় বিশ্বরূপ রূপায়ন শেষে।মানে না আমাদের ডেনিম-ডেনিমা সংসার। ভরতমুনি প্রম্প্ট করে একটানা'ধরণীজননীকে বোকা বানিও না'
মা এক আদি আবৃত্তিশক্তি।অপ্রাপ্তির দেশ থেকে হরিৎপক্ষিনী সে আসে।কাঁধের স্কুলব্যাগ হাল্কা …হাল্কা…
লাঠি হাতে একা হাতির মোকাবিলায় প্রকৃতি। তখন পারকাসনিত ভৈরবী সুর। মা মাতৃঐক্য চায়

২টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র