প্রমিতা ভৌমিক - মায়াজম

Breaking

৩১ মার্চ, ২০১৭

প্রমিতা ভৌমিক





নারীজন্ম


শ্বর আর তুমি খেলছো প্রশ্ন-উত্তরে –
খাদ্য-খাদক পিরামিড আঁকছো দুজনে মিলে,
তোমার মেদ-মজ্জা-মাংস ছিঁড়ে
শুষে নিচ্ছে এক পলাতক পুরুষ -
 তার আপাদমস্তক লাম্পট্য তোমার চেনা
#
তুমি আর ঈশ্বর শুঁকে দেখছো মৃত মানুষের ঘ্রাণ –
চারপাশে উড়ে বেড়াচ্ছে পোড়া লোভ
আর তোমার শরীর ছেনে মূর্তি গড়ছে পলাতক
#
শেষবারের মতো তুমি অভিশাপ লিখে দিচ্ছো তাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র