নীলাব্জ চক্রবর্তী

মায়াজম
1 minute read
2
                 নীলাব্জ চক্রবর্তীর কবিতা
                                   
অভ্যাস
সংখ্যা উড়তে থাকাটা একটা বিষয়
কার স্মৃতি থেকে তিনঘর আগে
একটা লালচে রিবন
দুটো চেকলিস্ট
বিদেশী কবিতার মতো ঘুরে ঘুরে
স্তনের ছায়াও স্তন
এভাবে
নগ্নতা জমিয়ে রাখতে রাখতে
ওখানে শীতকাল হচ্ছে কেউ
আর ভুলে যাচ্ছে উইথড্রয়াল সিম্পটম
কম্যুনিকেশনের আগে বা পরে
এই মুদ্রা তোমার ছিলো না
বরং খোলা বোতলের ভেতরে
অনেকটা দিন জুড়ে
এইসব যুক্তির ফাঁকে ফাঁকে আমি দেখেছি
গুরুত্ব শব্দটার গায়ে
ভাঙা ভাঙা অভ্যাসের টুকরো বিঁধেছে...

অথবা ডিকোডিং
যা ভালো লাগছে তাকে উচ্চারণ ভাবছি
ঝুরো অক্ষর বাদামী স্তবক
উপমা থেকে প্রকৃতি থেকে
দূরে
এভাবে
কোনো গতিপথ
আর যোগাযোগের বাইরে এসে দ্যাখো
এই শহর
ডিকোড করছে
আমার
যে সময়টা
আস্তে আস্তে
ফোটোজেনিক হয়ে উঠছে
তারই জন্য
বিদায় বিদায় প্রতিদিন
ভাষা কি তবে এতোটা পাথর হয়েই থাকে ?

ব্যবহার
আলাদা ক’রে রাখছি
চিহ্ন থেকে দূরে স’রে যাওয়া বিস্ময়
জলঘর
রাস্তার ভেতর যেটুকু সুর ফেটে ফেটে
বিকেল গড়ালো
ভঙ্গুরতার সবটায়
বুঝিনি
সম্পর্ক কখনো একটা রঙ
যতটুকু এবড়োখেবড়ো ছায়া পর্যন্ত প’ড়ে থাকে
সংখ্যাগুলো, স্মৃতিগুলো
ব্যবহার করুন

একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন
April 26, 2025