সোনালী মিত্র

মায়াজম
2
                         সম্পাদকীয়


কই সঙ্গে মায়াজম ব্লগজিন ও মায়াজম প্রিন্ট-কে এগিয়ে নিয়ে যাওয়া খুব একটা সহজ কাজ নয় আমার পক্ষে । কারণ , বাংলার বাইরে সুদূর দিল্লী থেকে পত্রিকা প্রকাশ করা যতটা মুখে বলা সহজ , ঠিক ততটাই কঠিন । শুরুটা হয়েছিল নতুন কিছু করার তাগিদ থেকে , ধীরে ধীরে নেশা এবং অবশেষে রক্তে কী করে যে মিশে গিয়েছে , নিজেই বুঝতে পারিনি ।মায়াজম ব্লগজিনকে মা ধরলে , মায়াজম প্রিন্ট হল তার সন্তান ! শুরুটা ব্লগজিন থেকে হয়েছিল । শুরু থেকেই মায়াজম নতুনদের সুযোগ দিয়ে এসেছে । তবে শুধু নতুনরাই নন , নতুনদের সঙ্গে পুরনো সোনাদেরও উপেক্ষা করেনি মায়াজম । মায়াজম ব্লগজিন এবার প্রকাশে সামান্য দেরি হয়ে গেল , অবশ্য দেরিটা যে হবে বুঝতে পেরেছিলাম । এই বছর কলকাতা বইমেলায় আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ পাচ্ছে । এছাড়া মায়াজম বইমেলা সংখ্যাও মেলায় প্রকাশ পাচ্ছে,অসময় প্রকাশনী থেকে । তাহলে বুঝতেই পারছেন দুটি সন্তানের জন্ম দেওয়ার জন্য কতটা পরিশ্রম কোর্টে হয়েছে ! আশা করি ব্যাপারটা বুঝতে পেরে এই দেরি হওয়াটাকে মার্জনা করে দেবেন ।


মায়াজম ব্লগজিন যারা পড়েন এতদিনে তাঁরা বুঝতে পেরেছেন যে , মায়াজম কী বলতে চায় । মায়াজম আপনার , আমার মুখ । মায়াজম শিল্পকে এগিয়ে নিয়ে যায় কিনা জানি না , কিন্তু শিল্প মায়াজমকে ছেড়ে কোথাও যায় না । এবারের মায়াজম প্রিন্ট বইমেলা সংখ্যা পড়ে যে পাঠক বঞ্চিত হবেন না , হলফ করে বলা যায় । মায়াজম প্রিন্ট এবার তৃতীয় সংখ্যায় পড়ল , কবিতা , গল্প , প্রবন্ধ , ভ্রমণ , অনুবাদ কবিতা , এবং গ্রন্থ সমালোচনা নিয়ে বিশেষভাবে সেজে উঠেছে । প্রকৃত শিল্পমনা পাঠক মায়াজমকে একবার হাতে নিলে হয়তো আর হাত থেকে নামাতে পারবেন না । আর মাত্র ক'টি দিন পরে কলকাতা বইমেলা ২০১৮- তে প্রকাশ হচ্ছে মায়াজম বইমেলা প্রিন্ট সংখ্যা । মায়াজমের পাঠক কলকাতায় বইমেলায় এলে একবার হাতে নিয়ে দেখছেন কি তাহলে ? 



আর সময় নেব না । এবার মায়াজম ব্লগজিনে যারা লেখা দিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই । যারা মায়াজমের স্তম্ভ , সেই পাঠকদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই । আসুন , কলকাতা বইমেলায় এসে মায়াজমকে আমরা আর একটু এগিয়ে নিয়ে চলি । 





                                                শুভেচ্ছাসহ , সোনালী মিত্র

একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

  1. সাবলীল সহজ ভাষায় লেখা সম্পাদকীয় আরো একবার মুগ্ধ করলো...

    উত্তরমুছুন
  2. জয়তু মায়াজম। ভালোবাসা নিও সোনালী'দি।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন