শ্রী সুতীর্থ - মায়াজম

Breaking

২৪ আগ, ২০১৮

শ্রী সুতীর্থ

অতএব ভাঙতে বলেছেন
Image result for গাজার কলকে খাওয়ার ছবি

লেখাটাকে তাই গল্পের ছকে ফেলে
এগিয়ে যেতে চাইলাম লক্ষ্যে ;
যদিও গল্পে কখনো নিজেকে ভাঙি নি
কতটুকু দিতে পারি, তাও অজানা
কিন্তু আপনি জানালেন যে , অবারিত দ্বার
আমিও তাই ছক ভেঙে জঙ্গলের ভিতরে কোনো পুণ্যতোয়া নদী খুঁজি, ধান জমি , মফোস্সল খুঁজতে খুঁজতে উঠে আসি আমার উঠোনে ;
আমার দৈবত নেশা কবিতা লেখার...
নেশা জাগলে কেউ আগুন খোঁজে আর কেউ কলম ।
যে আগুন খুঁজছে তার হাতে কলম গুঁজে দিন আর যে কলম খুঁজছে তার বুকে নির্দ্বিধায় আগুন ;
দেখবেন তখন নেশাখোর কবিটি লেখায় মগ্ন যেন সরল বালক যাঁর চিবুকে রাংতা মাখাচ্ছে কোনো বনদেবী ,
আর যে যুবক লেখক নয়, তার বুকে আগুন-স্পর্শ তাকে গড়ে তুলছে.. ভিতর ভিতর তাকে ভাঙছে, সে নিভৃতে একার ঘরে খুব কান্না করছে, যন্ত্রনা হচ্ছে তার , সম্পর্কের ভাঙন তাকেও করে তুলছে পবিত্র শিশু।কথা জন্ম নিচ্ছে বুকে। সেও নতুন প্রজন্মের ভাবি লেখক।
নেশা জাগলে কেউ আগুন খোঁজে আর কেউ কলম কিন্তু জানবেন ওই অনুসন্ধানের গা ঘেঁষে বয়ে গেছে জীবন আর তাকে খুবলে খাওয়া অসুস্থ সময়, যা যে কাউকে যে কোনো মুহূর্তে পৌঁছে দিতে পারে সাহিত্য-যাপনে।
নিজেকে যত ভাঙছো এবং বুঝতে পারছো স্বার্থে স্বার্থে টান
তোমার কথার পরে দখল নিচ্ছে ক্রমাগত প্রতিবাদী গান ।
নিজেকে যত জানছো এবং খুঁজে খুঁজে দেখে নিচ্ছো সময়ের দান
তোমার চলার পরে দখল নিচ্ছে ক্ষমতা আর নেশার লোবান।
যতটুকু বেঁচে থাকবে একাকিত্ব মেঘে বেঁধে সাঁকো,
বাজার তোমাকে ধরবে, ফ্লাটবাড়ি তর্জনী তুলবে তবু,
তুমি আরও বেশি একা হতে থাকো।

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র