পিয়ালী বসু ঘোষ

মায়াজম
0
পানপাত্র ও জ্যোৎস্না
Image result for wallpaper of drinks

_______
আঙুরবাগানে ঘুরে ফিরে সেই তো
আমার কাছেই এলে 
পানপাত্র,
তুমি কি জানো রেসের ঘোড়ার চেয়েও মায়াবী পূর্নিমার চাঁদ
প্রায়ান্ধকার চিলেকোঠায় দাঁড়িয়ে মদির হয়েছিলে কতো

আমার শরীরের নেশায় কতোটা নিঃসঙ্গ হলে বলতো !
তুমি যে তৃষ্ণার চোরকাঁটায় ডুবে
ভাঙা বোতলে জ্যোৎস্না ভরে রেখেছিলে
চশমার অভাবে খুঁজে পাওনি তাকে
আঙুরবাগানে কি নেই বলতো পানপাত্র?
আমাদের অনিদ্র যৌবনের মন্ত্র
বেঁচে থাকার বাউল যন্ত্রণা
মুগ্ধপাঠ কবিতা আর খুব গোপনে ভিতরঘরে, বল্গা হরিণটার ছুট
যন্ত্রণা তোমায় এখনও কতোটা তাড়ায়
তুমি কি একা থেকে আরও একা হবার নেশায় লুট করতে চাও চাঁদের ওম ?
কিন্তু প্রতিদিন একের পর এক বেনামী ঠোঁট অবহেলায় চেটে খায় তোমার শরীর
এসব দেখলে আমারও নেশা হয় পানপাত্র
জ্যোৎস্নার ছুরি দিয়ে কেটে ফেলি আমি আমারই শরীর
এরপর লুকিয়ে রাখি গুচ্ছ গুচ্ছ আঙুর বিছানায়
পানপাত্র,
বিশ্বাস না হলে আঙুরবাগানের লুকানো জ্যোৎস্না দেখে এসো ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)