সায়ন্ন্যা দাশদত্ত ।

মায়াজম
0
                   য়্যুজড টু 

Related image

***************
তোমায় ভুলিয়া থাকিব এমন প্রতিজ্ঞায় গাঁঠ বাঁধিয়াছি বহুবার । যাবতীয় সাংসারিক কর্ম এবং প্রাত্যহিক ব্যস্ততার ফাঁকে যেমাত্র আমার অবসর ... কুলুণ্গি হইতে বসন্তমালতীর শিশি ,একখান বাসি সংবাদপত্র এবং কাঠের চিরুনিখানি টানিয়া দুপুরখানি ব্যয় করিতে চাহি ।অথচ নিয়তি ; সে দুপুর নিয়ত দৈর্ঘ্যে বাড়িয়া যায় ।যাদুবলে বৃহৎ ভার হইয়া উঠে । এই আশ্বিনসুখের মেঘ সিঁড়ির কোণাচ হইতে কেবল দ্বিজ পল অণুপল গায় । 
       আমি স্পষ্ট চাহিয়া দেখি তুমি সুতাখানি লয়ে একদৃষ্টে তাকাইয়া আছো পিছে ।তোমার ঘুড়িখানি অভিমানে হারাইয়া গেল মেঘে ।তোমার অভিমানিনী সুতা সখালুপ্ত ভুলুণ্ঠিত ধুলায় ।আমি হাসিয়া উঠিলাম । ঝমঝম শব্দে রেলগাড়ির বাঁশিটি বাজিয়া উঠিল । কাপাসতালায় ঢাক বাজিতেছে । কুমোর জগজ্জননীর কেশ লইয়া ব্যতিব্যস্ত একা ।চিট প্রস্তুত হয়নাই বোধকরি । চণ্ডীমন্ডপে একখানি আদুল কিশোর ঘুমাইয়া আছে নরম ছায়ায় ভিতর । তুমি পথ আগলাইয়া দাঁড়াইয়া আছো সাক্ষাৎ! যাইতে দিবেনা ।ডাকাতিয়া হাসিটি জড়াইয়া আছে চোখে ।আমার ফিকে হলুদ কাপড় দুলিতেছে ছাতে । মনোরম শারদ শ্রীময় আলোয় তোমার চক্ষুদুখানি দেখি ।তোমার বুদ্ধিপ্রখর অধর ।তুমি চাহিয়া আছো সপাট । যেন সেই লগ্নে হরণ করিবে সর্ব । তুমি নিকটে আসিলে তীব্র পুরুষস্বেদ কতকগুলি স্বর্ণচাঁপার ন্যায় ঘিরিয়া লয়েছে আমায় । গ্রহণ অণুপল ... বড় প্রলম্বিত হোক ,একান্ত ইচ্ছা ইহা !
     অথচ দেখো সভা ভাঙিয়া যায় ।মুখ্য দুটি পদ ওলটপালট হইয়া কিভাবে কখন আলোটি নিভিয়া গেছে । মণ্ডপে কেবল একাকিনী শিউলি ফুটিয়া রহে ।সে বালক আর ছায়ার নিকট নাই । শরতের  শ্রীময় শ্রীপদ আলো তোমার মুখখানি  আঁকিতে পারে কই ?!
         সমস্ত সত্যই  অবগত । অথচ কুহক পিছু লয় । একাকী সময় অপেক্ষা চিরসত্তুর নাই । আর আমারো বিষবুদ্ধি বলিহারি ! নিয়ত নিজ দগ্ধ গৃহে আসি ।বাতিটি বুজাইয়া কাহার প্রতীক্ষা করি !কাহার ধ্যান করি !কাহাকে বলি 'আঘাত করিয়া যাও!'আঘাত বুঝি পূর্ণবতী নন । এত ক্ষয়বিক্ষয় শেষেও যে মুরতি লক্ষ্য করি দিন ... সে কেবল একক আমিটি নই । সে বুঝিবা যুগল মুরতি দুটির । বক্ষলগ্না আঘাত চিন্হ বুকে নীলকন্ঠ পাখিটির ছবিটি  ভাবিও ....তাহাকে ফিরিতে হইবে একাই ;অথচ দেখো কত আলোর সমাহার ! দেবীমূর্তি জলশয়ানে হাসেন  আর শারদশালুকে বিরহী শোকে বিলাপ ! তুমি কহিবে কিবা প্রয়োজন এরূপ ? সত্য যখন প্রকট তবে এমন নিঠুরবিলাস কেন ? এইরূপ ক্ষতজাগানিয়া সাজ নাইবা সাজিলে ! ভুলিয়া যাইও ।ভুলাইয়া দিও স্মৃতি ।


            এইসকল যুক্তির খন্ডনরীতি নাই ।আমার উত্তরমালা আগত শীতের মতোই শূন্য । কেবল হৈমন্তিক ধূসর বনের ভিতর ক্ষতপথ ঘিরে উড়িতে চাহিব আমি ,নিশ্চিত মরিব জানিয়াই !

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)