যুগান্তর মিত্র - মায়াজম

Breaking

১৪ জুন, ২০১৯

যুগান্তর মিত্র


বীরাঙ্গনা তুলু রানি

……………………………






রাজা লক্ষ্মাপ্পাকে দ্রুতপদে অন্তপুরে আসতে দেখে রানির পরিচারিকা মাল্লো পথ থেকে সরে দাঁড়ালসরাসরি তার দিকে তাকিয়ে লক্ষ্মাপ্পা জিজ্ঞাসা করলেন, মহারানি কোথায় ? নতমুখে মাল্লো জবাব দিল, মহারানি নিজের ঘরে বিশ্রাম নিচ্ছেন
~ তাঁকে একবার ডেকে দাওবলো আমার বিশেষ প্রয়োজনকথাটা বলেই লক্ষ্মাপ্পা আলাপকক্ষে প্রবেশ করলেনতাঁর চোখেমুখে চিন্তার লেশমাত্র নেইবরং দেখে মনে হচ্ছে কোনো কারণে তিনি রেগে আছেনএমন কিছু নিশ্চয়ই ঘটেছে যাতে তিনি ক্রুদ্ধমাল্লো পরিচারিকাতার এইসব বিষয়ে কৌতূহল থাকা উচিত নয়তাই সে নীরবে রানির বিশ্রামকক্ষের দিকে চলে গেল
রানি আবাক্কা ব্যক্তিত্বময়ীদিবালোকে তিনি যখন বিশ্রামকক্ষে থাকেন, তখন রাজা সেখানে প্রবেশ করেন নাআবাক্কা পছন্দ করেন না যখনতখন রাজার প্রবেশএমনকি মাল্লো বা মিন্তি ছাড়া তাঁর বিশ্রামকক্ষে কেউ সচরাচর প্রবেশ করে নাপ্রবেশের পূর্বেও অনুমতি নিতে হয় পরিচারিকাদেরও
এই প্রাসাদে একটি ভিন্ন আলাপকক্ষ আছেসেখানে আছে দুটি সাদামাটা সিংহাসন কয়েকজনের বসার জন্য বেদিরানির সঙ্গে শলাপরামর্শ করতে হলে রাজা এই কক্ষে আসেনদিবাভাগেই সাধারণত আলোচনা করেনরানির বুদ্ধিমত্তা এবং রাজত্ব পরিচালনার অভিজ্ঞতা আছেবহুবার রাজা আবাক্কার সঙ্গে পরামর্শ করে তাঁর বুদ্ধিকৌশলে বিস্মিত মুগ্ধ হয়েছেন লক্ষ্মাপ্পাফলে অনেক ক্ষেত্রেই ভরসাও করেন আবাক্কাকেরানি এলেই এই সিংহাসনদুটি ব্যবহৃত হয়অন্য কারও সঙ্গে আলোচনার সময় তাঁরা বেদিতে বসেনরাজা রানি ব্যতিরেকে আর কারও সিংহাসনে বসার অধিকার নেই
মাল্লো তাড়াতাড়ি রানি আবাক্কাকে রাজার তলব-সংবাদ জানালআবাক্কা খানিকটা অবাক হলেনএইসময় তো ডাকার কথা নয়রাজ্য রাজত্ব সম্পর্কে আবাক্কা যথেষ্ট খোঁজখবর রাখেনবহুদিন হল রাজ্যে কোনো সংকটের উদয় হয়নিসামান্য যা ঝঞ্ঝাট দেখা দেয় তা লক্ষ্মাপ্পা তাঁর মন্ত্রীমণ্ডলীর সাহায্যে সমাধা করে নেনএমন কিছু তো ঘটেনি যে তাঁকে তলব করলেন রাজা ! তাহলে কি পোর্তুগিজরা কোনো সমস্যা সৃষ্টি করল? চিন্তিত মুখে আবাক্কা আলাপকক্ষে এলেন
তখনও রানি সিংহাসনে বসেননিতার আগেই লক্ষ্মাপ্পার প্রশ্ন ভেসে এল
~ তুমি নাকি আমার রাজ্যে পোর্তুগিজদের মশলা ব্যবসা করায় আপত্তি জানিয়েছ?
নিজের আসনে বসে আবাক্কা তাকালেন লক্ষ্মাপ্পার দিকেতাহলে পোর্তুগিজরাই মূল কেন্দ্রে ! রাজার 'আমার রাজ্য' কথাটাও তিনি খেয়াল করেছেনতাঁর চোয়াল কঠিন হয়ে উঠলতিনি জবাব দিলেন, আপনি ঠিকই শুনেছেন রাজামহামন্ত্রীকে আমি বলেছি পোর্তুগিজরা যেন আমাদের রাজ্যে ব্যবসা করার অধিকার না-পায় সেটা দেখতে
আবাক্কা মাঝেমাঝেই এভাবে রাজ্য পরিচালনার ব্যাপারে পরামর্শ দেনমহামন্ত্রীকে ডেকে পাঠিয়ে তাঁর বক্তব্য জানানলক্ষ্মাপ্পা কোনো কারণে ব্যস্ত থাকলে তখন রানি প্রয়োজনে রাজ্য পরিচালনায় মতামত দেনলক্ষ্মাপ্পা নিয়ে কখনও আপত্তি জানাননিবরং আবাক্কার বুদ্ধিমত্তায় খুশিই হনআজ রানির এই নির্দেশনায় তিনি ভীষণ বিব্রত অখুশি হয়েছেন
~ কিন্তু কেন? লক্ষ্মাপ্পার কণ্ঠে স্পষ্টতই বিরক্তিরানি সেসবে আমল না-দিয়ে বলে গেলেন, ওরা তো শুধু মশলার ব্যবসাই করবে না, ওদের দাবি সেই ব্যবসায় ভর্তুকিও দিতে হবে কেমন কথা ! আমাদের দেশের ব্যবসায়ীরা কেন বঞ্চিত হবে? বিদেশিরা উলালেও এইরকম সুবিধা চেয়েছিলআমার মা তা হতে দেননিআমিও তা হতে দিতে পারি নাএকটানা কথাগুলো বললেন আবাক্কা
~ তুমি বোধহয় ভুলে যাচ্ছ এটা তোমাদের উলাল রাজ্য নয়এটা আমার রাজ্যআমি এই রাজ্যের রাজাএখানে পোর্তুগিজদের ব্যবসায় বাধা দেওয়া হবে না
রানি বুঝলেন লক্ষ্মাপ্পা অসহিষ্ণু হয়ে উঠেছেনঅধিকারের প্রশ্ন তুলছেন প্রচ্ছন্নভাবেতাঁর কাছে রাজার এই আচরণ বিসদৃশ্য লাগছেতবু সেসব সরিয়ে বলে গেলেন, আপনি কি পোর্তুগিজদের ভয় পাচ্ছেন মহারাজ? না-হলে দেশীয় ব্যবসায়ীদের স্বার্থ না-দেখে বিদেশিদের স্বার্থ দেখছেন কেন?
রানি আবাক্কা জানেন লক্ষ্মাপ্পা দুর্বলচিত্ত ভীতুতাঁর আশংকা যুদ্ধকুশলী পোর্তুগিজরা আক্রমণ করলে রাজত্ব হারাতে হতে পারেএমনকি প্রাণসংশয় হওয়াটাও অসম্ভব নয়কেননা তাঁর রাজ্য ম্যাঙ্গালোরের সেনাপতি রণসম্ভার তেমন জোরালো নয়এই কারণেই সম্ভবত রাজা পোর্তুগিজদের সঙ্গে সংঘাতে যেতে চান না
আবাক্কা আসলে ভয় পাওয়ার কথা বলে রাজার পৌরুষে ধাক্কা দিতে চাইলেনকিন্তু লক্ষ্মাপ্পা রানির এই ধাক্কায় বেসামাল হলেন নাবরং স্বীকারই করে নিলেন
~ হ্যাঁ, আমি যুদ্ধের ভয় পাচ্ছিওরা যোদ্ধার জাতওদের অস্ত্রসম্ভারও আমাদের থেকে উন্নত
~ তেমন বুঝলে উলালকেও সঙ্গে পাবেন রাজাআপনি অযথা বিচলিত হবেন না
~ আমি যা ভালো বুঝেছি সেটাই করতে চাইওরা ব্যবসা করুকআমাদের তেমন একটা ক্ষতি তো নেই
~ ক্ষতি নেই বলছেন? আমাদের দেশীয় ব্যবসায়ীরা বঞ্চিত হবেনতাঁরা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হবেনতাছাড়া বিদেশিদের এভাবে আস্কারা দিলে ওরা রাজ্যের নানা বিষয়ে নানাভাবে নাক গলাবেসেটা তো কাম্য নয় !
লক্ষ্মাপ্পা কঠিন চোখে তাকালেন রানির দিকেতাঁর মুখে কোনো ভাষা নেইকিন্তু চোখে আগুন জ্বলে উঠলরানি আবাক্কা এবারও রাজার অভিব্যক্তিকে গুরুত্ব না-দিয়ে বরং আবারও মানসিক আঘাত হানতে চাইলেনতাঁর ইচ্ছে যেভাবেই হোক রাজার এই দুর্বলতাকে নিবৃত্ত করা আর পোর্তুগিজদের ব্যবসায়িক সুবিধা দেওয়া থেকে বিরত করা
~ আমার মা আর মাসি বিদেশিদের  দৌরাত্ম্যকে কোনোভাবেই প্রশ্রয় দেননিওদের আধিপত্য মেনে নেননিবরং প্রয়োজনে যুদ্ধ করে পরাস্ত করেছেনআমিও বিদেশিদের ভয় পাই নাআমাদের উলালে বাণিজ্যের অধিকার পেতে ব্রিটিশ আর ওলন্দাজরা চেষ্টা করেছিলআমরা তা প্রতিহত করেছিআসলে আপনি যুদ্ধ করতে ভয় পানতার চেয়ে বিলাশে জীবন কাটানোই আপনার শ্রেয় মনে হয়
~ রানি আবাক্কা, মনে রাখলে ভালো হয় এটা উলাল নয়ম্যাঙ্গালোরের বঙ্গ বংশীয় দ্বিতীয় নরসিংহ লক্ষ্মাপ্পা আরসা এই রাজ্যের রাজাএখানে আমার কথাই শেষ কথাআমি ওদের একচেটিয়া ব্যবসার অনুমতি দেবোআর ভর্তুকিও মঞ্জুর করব
~ এটা যে আপনার রাজ্য তা আমি বিলক্ষণ অবগত আছিকিন্তু আমিও এই রাজ্যের রানিএর আগেও নানাভাবে আমি আপনাকে পরামর্শ দিয়েছি এবং তাতে আপনার ক্ষতি হয়নিসেটাও আশাকরি বিস্মিত হননি আপনি
রানির কথা শেষ হওয়ার আগেই রাজা চলে গেলেন আলাপকক্ষ ছেড়েরানির শেষ বাক্যগুলো হাওয়ায় মিলিয়ে গেল

কয়েকদিন এই নিয়ে তীব্র বাদানুবাদ হল দুজনের মধ্যেআবাক্কা কিছুতেই রাজার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন নাইতিমধ্যে তাঁর কাছে খবর আসে রাজা সত্যিই  পোর্তুগিজদের বাণিজ্যিক অধিকার ভর্তুকির অনুমতিপত্রে স্বাক্ষর করে পাঠিয়ে দিয়েছেনখবরের সত্যতা সম্পর্কে নিঃসংশয় হওয়ার পর আবাক্কা সিদ্ধান্ত নিলেন, আর এখানে থাকা যাবে নাচিরশত্রু পোর্তুগিজদের দাবির কাছে  তাঁর স্বামী বা রাজার এই নতজানু হওয়া চূড়ান্ত অবমাননাকরএখান থেকে তিনি ফিরে যাবেন নিজ অধিকারের রাজপাটে
আবাক্কা চৌথা তৃতীয় তিরুমলরায়ের ভগ্নীকন্যাতাঁর মা প্রথম আবাক্কাচৌথাদের রাজত্বে আলিয়াসন্তানা কাত্তু প্রথা প্রচলিতযা আসলে ভাগিনেয় ধারাপুত্রের সন্তানের পরিবর্তে কন্যার সন্তান পাবে রাজত্বপ্রথম আবাক্কার কোনো পুত্র সন্তান ছিল নাতাই তাঁর কন্যা দ্বিতীয় আবাক্কাই ভাবীকালের রানি হবেন এমনই নির্ধারিত আছেআবাক্কা খালি পায়ে থাকেন তাঁর মা মাসির মতোইএমনকি তিনি সাদা রাজছত্রও ব্যবহার করেন না অন্য রানিদের মতোতালপত্র বা সুপারিপত্রের রাজছত্র তাঁর শিরের উপর শোভা পায়এই রাজ্যের রীতি হল, উলালের রানি প্রতিবেশী কোনো রাজাকে বিবাহ করে সংসার করবেনসেই রাজার ঔরষজাত সন্তান পাবে উলালের রাজত্বের অধিকারএই রীতি চলে আসছে যুগান্ত ধরে

উলালের প্রতিবেশী রাজ্য ম্যাঙ্গালোরের রাজা লক্ষ্মাপ্পার সঙ্গে আবাক্কার বিবাহ দেন তাঁর মামা তিরুমলরায়আবাক্কার মামা ভাবীরানির কথা চিন্তা করে কৈশোরেই আবাক্কালে অসিচালনা, যুদ্ধকৌশল, কূটনীতি, অশ্বারোহণ, সেনাপরিচালনা ইত্যাদি রাজপাট সামলাতে যা-যা বিষয়ে দক্ষতা আবশ্যক সেই সমস্ত শিক্ষা দিয়েছেনআবাক্কাও এইসব বিষয়ে নৈপুণ্য অর্জন করেছেনদেশীয় রীতি অনুসারে আবাক্কা যদি এখন ফিরে যান উলালে, তাহলে তাঁর হাতে চলে আসবে সেখানকার রাজপাটতারপরই পোর্তুগিজদের স্পর্ধা তিনি বুঝে নিতে চানসেইসঙ্গে লক্ষ্মাপ্পাকেও বুঝিয়ে দিতে চান যে আবাক্কা ভীরু নন

(২)

দিনের আলো নিবে গেছে খানিক আগে।  সন্ধ্যায় রাজপ্রাসাদে একে একে জ্বলে উঠছে দীপালোকরাজা লক্ষ্মাপ্পা রাজ্য সংক্রান্ত গুরুতর আলোচনার জন্য  দরবারে বসে আছেন সভাসদদের সঙ্গেঠিক সেইসময় রানি আবাক্কা দুই শিশুকন্যা আর নিজের সমস্ত অলংকার সামগ্রী নিয়ে গোপনে ভেসে পড়লেন নেত্রবতী নদীতেশুধুমাত্র মাল্লো তাঁর চিরবিদায়ের কথাটি জানেতাঁদের বেরিয়ে যাওয়ার সময় অন্য কয়েকজন পরিচারিকা দেখে ফেলেছিলকিন্তু এইরকমভাবে রানি মাঝে মাঝে বিহারে যানতাই এই নিয়ে সম্ভবত কারও মনে কোনো সংশয় দেখা দেয়নি
রানি আবাক্কার পালতোলা নৌকো এগিয়ে চলেছে উলালের দিকেনেত্রবতী নদীর তীরে থাকা দু-একজন রানির এই যাত্রা সম্পর্কে অবহিত হলতাদেরই কেউ সম্ভবত রাজার কানে রানির অন্তর্হিতের খবর পৌঁছে দিয়েছেকিংবা অন্তপুরের কেউ হয়তো রানির গোপন অভিসন্ধি জেনে গেছেতার থেকেও রাজা খবরটা পেতে পারেনএমন একটা সম্ভাবনার কথা রাজাও ভেবে রেখেছিলেনতাই রানির উপর নজর ছিলরানির চলে যাওয়ার খবর পেয়ে লক্ষ্মাপ্পা দ্রুত  লোকলস্কর পাঠালেনরানিকে ধরে আনা  হল রাজার কাছেকিন্তু আত্মসম্মান বজায় রেখে এই রাজপ্রাসাদে যে আর থাকা সম্ভব নয়, রানি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন লক্ষ্মাপ্পাকেঅনেক বাকবিতণ্ডার পর দিন কয়েক পরে আবাক্কা তাঁর দুই কন্যাসহ ফিরে গেলেন উলালে, তাঁর নিজের জায়গায়রীতি অনুসারে উলালের উত্তরাধিকার গ্রহণ করে তিনি হলেন সেখানকার রানিতাঁদের মাতৃভাষা তুলুতাই অনেকেই তাঁকে তুলু রানি বলেও ডাকে
আবাক্কা প্রথমেই দূত পাঠালেন বেদনুরের রাজা ভেঙ্কটপতি নায়েকের কাছেমৈত্রী গড়তে চান তিনিভেঙ্কটপতিও তুলু রানির মৈত্রীপ্রস্তাব হৃষ্টচিত্তে গ্রহণ করেছেনতিনি জানেন আবাক্কা বুদ্ধিমতী, বন্ধু্বৎসলতাই ভবিষ্যতে প্রয়োজন হলে তাঁর সহায়তা পাবেনএদিকে আবাক্কার ভাবনাতেও ভেঙ্কটপতির প্রয়োজনীয়তা প্রকটআসলে চিরশত্রু পোর্তুগিজদের কাছে লক্ষ্মাপ্পার আত্মসমর্পণ কিছুতেই মেনে নিতে পারছেন না তিনিলক্ষ্মাপ্পার সঙ্গে বৈবাহিক সম্পর্কও চুকেবুকে গেছেভেঙ্কটপতির সঙ্গে লক্ষ্মাপ্পার সম্পর্ক সম্প্রতি ভালো নয়একইসঙ্গে তিনি পোর্তুগিজদের আধিপত্যও খর্ব করতে চানতাই ভেঙ্কটপতির সঙ্গে মৈত্রী গড়ে লক্ষ্মাপ্পাকে শায়েস্তা করার সংকল্প নিলেন আবাক্কাচরম প্রতিহিংসা নিয়ে বেদনুরের সেনাদের সাহায্যে লক্ষ্মাপ্পার রাজ্য আক্রমণ করলেন রানিভেঙ্কটপতি নিজে এই যুদ্ধে তাঁর পাশে এসে দাঁড়ালেনআবাক্কার সেনারা লক্ষ্মাপ্পার দুর্গ আগুনে ভস্মীভূত করে দিলআবাক্কার ইচ্ছে করছিল যুদ্ধে পর্যুদস্ত লক্ষ্মাপ্পার মাথাটা ধড় থেকে আলাদা করে দিতেকিন্তু চৌথাদের রণনীতি হল পরাজিত রাজাকে হত্যা করা যাবে নাযুদ্ধে যদি প্রাণ যায় তাহলে আলাদা কথা
লক্ষ্মাপ্পা প্রাণে বাঁচলেন বটে, কিন্তু প্রতিহিংসার আগুনে জ্বলে উঠলেনপোর্তুগিজদের সঙ্গে ষড়যন্ত্র করলেন রানির বিরুদ্ধেআবাক্কাকে চরম শাস্তি দিতে হবেপোর্তুগিজরাও সুযোগ খুঁজছিললক্ষ্মাপ্পার ডাকে সাড়া দিল তারাওএদিকে আবাক্কা বুঝলেন এবার শুধু ভেঙ্কটপতিকে দিয়ে হবে নাএই কঠিন লড়াই লড়তে গেলে অন্য কারও সাহায্য দরকারতাছাড়া ভেঙ্কটপতির আচরণও সন্দেহজনক মনে হচ্ছেতলে তলে লক্ষ্মাপ্পার সঙ্গে যোগাযোগ গড়ে তুলছেন বলেও খবর কানে আসছে আবাক্কারসত্যিমিথ্যে জানেন না তিনিএখন এতকিছু ভাবারও সময় নেই তাঁরমালাবারের সঙ্গে যোগাযোগ করলেন অতি সন্তর্পণেএখানকার মোপালারা যুদ্ধনিপুণবিয়ারি আর মোগাবির সম্প্রদায় ভয়ংকর জেদি যোদ্ধাজাত।  এদের সাহায্য পেলে পোর্তুগিজদের সঙ্গে লড়াই করা অনেক সহজ হবেসেইসঙ্গে কালিকটের রাজা জামেরিনের সঙ্গেও সখ্য গড়ে তুললেন
ইতিমধ্যে পোর্তুগিজরা উলালের সঙ্গে কালিকটের মৈত্রী অবৈধ ঘোষণা করেছেপারস্যের সঙ্গেও বাণিজ্য নিষিদ্ধ করে দিয়েছেআবাক্কা ভীষণ ক্রুদ্ধ হলেনজামেরিনও প্রবল বিক্রমে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আবাক্কার দিকেযুদ্ধের জন্য মনে মনে প্রস্তুত হলেন আবাক্কাএমন সময় পোর্তুগিজরা তাদের প্রতিনিধি পাঠিয়ে কর দাবি করল উলালের কাছে
~ এত বড় স্পর্ধা আপনাদের ! বিদেশি হয়েও দেশীয় রাজ্যের থেকে কর চান? কোন অধিকারে কর চাইছেন? আমরা কি আপনাদের করদ রাজ্য?
পোর্তুগিজ প্রতিনিধি দোম আলভারো দ্য সিলভিয়েরার চোখে আগুনআবাক্কা সেই আগুন উপেক্ষা করে অ্যাডমিরাল আলভারোকে জানিয়ে দিলেন, ফিরে যান আপনিজানিয়ে দিন আমি কর তো দেবোই না, বরং যুদ্ধ করে আপনাদের এদেশ থেকে তাড়িয়ে ছাড়ব

এরপর স্বাভাবিকভাবেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হলযুদ্ধ শুরুও হয়ে গেলভয়ংকর সেই যুদ্ধরানি জয়ী হতে পারলেন নাতবে পোর্তুগিজরাও আর এগোতে সাহস পেল নাযে বিক্রমে রানির সেনাবাহিনী, জামেরিনের সেনাবাহিনী আর মোপালারা যুদ্ধ করেছে, তাতে আপাতত পিছু হঠাই শ্রেয় মনে করেছে পোর্তুগিজরাতবে যে লক্ষ্মাপ্পার সঙ্গে তাদের সখ্য গড়ে উঠেছিল, সেই লক্ষ্মাপ্পার ম্যাঙ্গালোর লুঠ করল পোর্তুগিজরাকেননা তাদের রসদ চাইঅস্ত্রশস্ত্র চাই সংবাদে প্রথমে খানিকটা খুশিই হয়েছিলেন আবাক্কাকিন্তু পরক্ষণেই বুঝলেন পোর্তুগিজদের বাড়বাড়ন্ত প্রতিহত করা দরকারম্যাঙ্গালোর তাঁর শত্রুরাজ্য হলেও দেশীয় রাজ্যসেখানে বিদেশিরা লুঠ করবে ! একসময় তাঁর রাজ্য বা অন্য রাজ্যও লুঠ করতে পারে ! আবাক্কা সেনা পাঠিয়ে অতর্কিতে আক্রমণ করলেন পোর্তুগিজ শিবিরেবিধ্বস্ত পোর্তুগিজরা এই আক্রমণে ক্ষিপ্ত হয়ে উঠল
আসরে নামলেন তাদের গর্ভনর আন্তোনিও দ্য নোরোনহাঅ্যাডমিরাল দোমের কাছে খবর পাঠালেন তীব্রভাবে ঝাঁপিয়ে পড়তেরণকৌশলও বুঝিয়ে দেন তিনিআন্তোনিওর নির্দেশে গোপনে আবাক্কার কুশলী কয়েকজন সেনাপতিকে অজস্র রুপোর উপঢৌকন দিয়ে কিনে নিল পোর্তুগিজরাপোর্তুগিজদের আক্রমণে রানি আবাক্কা পিছু হটতে বাধ্য হলেন
বিশ্বাসঘাতক সেনাদের জন্য পরাস্ত আবাক্কা দিশেহারাসেইসময় ধর্মপ্রাণ মসজিদপ্রধান জৈন রানিকে সপার্ষদ আশ্রয় দিয়েছেনএদেশের রানি তিনিভিন্ন ধর্মের হলেও মুসলমান ধর্মের প্রতি তাঁর বিরাগ নেইবরং অনুরাগই দেখানএমন একজন রানির বিপদে তাঁর পাশে দাঁড়ানো কর্তব্য মনে করেছেন তিনি
রানির অনুরোধে মসজিদের বেশিরভাগ বাতি নিভিয়ে দেওয়া হলচারিদিক নিস্তব্ধযে বাতিগুলো জ্বলছে সেগুলোও স্তিমিত করে রাখা আছেস্বল্পালোকে রানি আবাক্কা বিশ্বস্ত সেনাপতি আমাত্যদের সঙ্গে শলাপরামর্শ করলেন
~ আজ রাতেই আমাদের আঘাত হানতে হবেস্পষ্ট জানালেন রানি
~ কিন্তু রানিমা, ওরা যে রাজপ্রাসাদও  দখল করে নিয়েছেতার উদ্ধার
~ জানিকিন্তু ভয় পাবেন না রাজপ্রাসাদ আবার আমি ফিরে পাবোপেতেই হবেলড়াইয়ের জন্য আপনারা প্রস্তুত তো?
~ হ্যাঁ রানিমা, আমরা প্রস্তুতসমস্বরে জানালেন দু-তিনজন মন্ত্রী সেনাপতিকেউ কেউ এমনও জানালেন যে প্রয়োজনে জীবন বাজি রেখেও লড়াই চালাবেন তাঁরা
রাতের অন্ধকারে আবাক্কা চললেন পোর্তুগিজদের আক্রমণ করতেতাঁর সঙ্গী তখন দুশোর কাছাকাছি সেনারানির প্রখর বুদ্ধি আর রণকৌশল সম্পর্কে শ্রদ্ধাশীল সকলেউলালের রাজপ্রাসাদ জয়ের উল্লাসে তখন মেতে আছে পোর্তুগিজরাআবাক্কার বাহিনী ঝাঁপিয়ে পড়ল তাদের ওপরনিজের তরবারিতে রানি হত্যা করলেন জেনারেল পিসাতোকেবাকিদের কেউ প্রাণ হারালকেউ আহত হলবন্দি হল অনেক
~ বন্দিদের নিয়ে কী করব রানিমা? জিজ্ঞাসা করলেন সেনাপতি
~ কতজন?
~ ষাট-সত্তর জন হবে
~ সবাইকে নিয়ে চলো আমাদের সঙ্গে
ক্রুর হাসি ঝুলিয়ে চলে গেলেন সেনাপতিঅবশেষে রাজপ্রাসাদ পোর্তুগিজদের দখলমুক্ত হলরানি ফিরে পেলেন তাঁর নিজস্ব আস্তানা।  
দিন দুয়েক পরে ম্যাঙ্গালোর আক্রমণ করলেন আবাক্কাসেখানে শিবির তৈরি করে আছে পোর্তুগিজরাএবারও পর্যুদস্ত হল তারাঅ্যাডমিরাল মাসকারেনহাসের রক্তে রঞ্জিত হল রানির তরবারিতিনি নিহত হলেনপোর্তুগিজরা বুঝে গেল এই রানি অন্য ভারতীয় রাজন্যের মতো ননযুদ্ধবিদ্যায় পারদর্শিনী তিনিঅসম্ভব সাহসিনীকিন্তু তারাও কুশলী বণিকযুদ্ধবাজ জাতিএত সহজে তারা হাল ছাড়তে রাজি নয়তাই বারবার হানা দিল উলালের সাম্রাজ্যে
আবাক্কার উলালের সঙ্গে এরপরেও পোর্তুগিজদের বার কয়েক যুদ্ধ হয়েছেকখনও আবাক্কা জিতেছেনকখনও  পোর্তুগিজরা জয় হাসিল করেছেশেষবার পরাজিত আবাক্কাকে বন্দি করতে সক্ষম হয় পোর্তুগিজরাকয়েদখানায় বিষণ্ন রানিকে দেখে উলালের অন্য বন্দিরাও যন্ত্রণা অনুভব করেক্ষোভে দুঃখে উলালবাসী অশ্রুমোচন করতে থাকে অসহায়ভাবে।  বাতাসের ডানায় ভেসে বেড়ায় তাদের হাহাকারকিন্তু শেষপর্যন্ত আবাক্কার কী হল কেউ জানতে পারল না
হাওয়ায় হাওয়ায় তুলোবীজের মতো নানা কল্পকাহিনী উড়ে বেড়ায়আবাক্কা নাকি কারাগারে বিদ্রোহ করেছেন আর কারারক্ষীদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছেনরানি আবাক্কা কৌশলে কারাগার থেকে পালিয়ে পশ্চিমঘাট পর্বত অতিক্রম করে বহুদূরে চলে গেছেন, এমন সংবাদও বাতাস বহন করে আনে উলালের ঘরে ঘরেকেউ আবার দুঃসংবাদ বয়ে আনে, রানি চরম মানসিক বিপর্যয়ে আত্মহত্যা করেছেন

রানির জন্য হাহাকার ছড়িয়ে পড়ে উলালের সর্বত্রযন্ত্রণার রেণু ভেসে বেড়ায় এদিকে-সেদিকেইতিহাস বুকে আগলে রাখে বীরঙ্গনা রানি আবাক্কাকেতাঁর শেষ পরিণতি অজানার অন্ধকারে ঢাকা পড়ে থাকে

…………………………………………….……………

তথ্যসূত্র ~ দক্ষিণ ভারতের ইতিহাস এবং অন্তর্জাল

[ রানি আবাক্কা সম্ভবত ভারতের প্রথম বীরাঙ্গনা নারী, যিনি প্রবল বিক্রমে ঔপনিবেশিক পোর্তুগিজদের বিরুদ্ধে আমৃত্যু যুদ্ধ করেছেনকিন্তু ভারতীয় ইতিহাস তাঁকে সেভাবে মনে রাখেনিআমাদের ইতিহাসবিদরা, দক্ষিণ ভারতের ইতিহাস সম্পর্কে ঔদাসিন্যের কারণেই হোক বা অন্য কারণে, রানি আবাক্কার কাহিনী সেভাবে তুলে আনেননিযে কতিপয় দক্ষিণের ঐতিহাসিক আবাক্কার সংগ্রামকে মর্যাদা দিয়েছেন, তাও তেমন সমুজ্জ্বল নয়মালাবার অঞ্চলের এই রাজ্যের রানি প্রথম আবাক্কা ইংরেজ ওলোন্দাজদের তাঁর সাম্রাজ্যে ব্যবসা করার অধিকার দেননিতার আগে তাঁর দিদি ছিলেন রাজ্যের রানিদিদির অকালমৃত্যুর পরে প্রথম আবাক্কা রানি হনতাঁর সাহসিকতা বীরত্ব ছিল অসামান্যকিন্তু বিদেশিদের সঙ্গে সেই অর্থে যুদ্ধ করতে হয়নি সেভাবেকিন্তু তাঁদের কন্যা দ্বিতীয় আবাক্কা ছিলেন অসম্ভব বুদ্ধিমতী, বীরাঙ্গনা, যুদ্ধকুশলীতিনি পোর্তুগিজদের অন্যায় আবদার বরদাস্ত করেননিআমরণ তিনি বিদেশিদের প্রতিহত করার চেষ্টা করে গেছেনতাঁর আত্মত্যাগের কাহিনী তুলু সাম্রাজ্য ছাড়িয়ে সমগ্র দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়েছিলদীর্ঘকাল এই সাম্রাজ্য স্থায়ী হয়েছিলষোড়শ শতাব্দীর রানি আবাক্কার সেই সাম্রাজ্যের পতন হয় ১৮২২ সালে ব্রিটিশদের হাতেতিনি, দ্বিতীয় আবাক্কা, তুলু রানি নামেও পরিচিত ছিলেনতুলু হল মালাবার অঞ্চলের একটি ভাষাআজও সে ভাষা প্রচলিতবীরাঙ্গনা তুলু রানি ভারতের ইতিহাসের এক বরেণ্য চরিত্রএটি সেই অর্থে কোনও ঐতিহাসিক গল্প নয়গল্পের আঙ্গিকে ইতিহাসকে তুলে আনার প্রচেষ্টা মাত্র। ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র