সোহেল ইসলাম - মায়াজম

Breaking

২৬ সেপ, ২০১৯

সোহেল ইসলাম

ভাসান



১.
বৃষ্টি শুরু হলে
একবার নিজেকে দেখি
একবার তোমাকে
আর কিছুক্ষণের ব্যবধান
তারপরেই শেকড়ে শেকড় মিলে যাবে
শুরু হবে ভাসান
২.
আমি তো বলতেই এসেছিলাম
এই খড় বুনুনের শরীর
তুমিও লেপে দাও মাটি
কাদাময় এ জীবন
ঋণী থাক তোমার ছোঁয়ায়
৩.
মানুষ মরে আছে
খড়ের গাদায়,পুকুর ধারে
মরে আছে ঘরের কোণে
সমস্ত নিয়ম তবে ফেলে দাও
ভেঙে যাক অহংকার তার
কি হবে আর নিয়ম মেনে ?
পরখ করে দেখতে যদি
জানতে,
এক কাঠামোর শরীর জুড়ে
কত ভাসানের দাগ গোনা যায়
৪.
অন্ধকার হলে ঘুমোনোর ভান করি
ঘুমের মধ্যেও এক জেগে থাকা
আমি কি তবে অভিনয় করে বেঁচে আছি ?
কেউ কাউকে ধরে রাখতে পারে না
শুধু এক ডাল থেকে আরেক ডালে পাখির উড়ে যাওয়া
৫.
মাটির উপর দিয়ে গড়িয়ে যায় ছায়া
এইমাত্র ভাঁটার জল সরে গেল
এইমাত্র ভাসিয়ে দিয়ে এলাম,তোমাকেই
এখন নিজেকে তছনছ করা বাকি
এখন নিজেকে প্রশ্ন করা বাকি
দীর্ঘদিন শীতের ভেতর থাকা হল,
ঝিনুক জীবনে কতটা বালি ?

কতটা ভাসান বাকি ?

৪টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র