সুজিত মান্না - মায়াজম

Breaking

২৬ সেপ, ২০১৯

সুজিত মান্না

হারিয়ে যাওয়া একটি গল্পের নোটস || 


১.
ডাকঘরে দেখবো গন্ধ উঠেছে – অভিমান জড়ো করা । নিষিদ্ধ ঝিনুক পড়ে আছে চারিদিকে ।
আজ খালিপেটে না আঁচড়ানো চুল নিয়ে দূরে কোথাও শূন্য হতে যাবো ।
মাটির পরাগ মাখতে মাখতে একদিন হুঁশ ফিরবে – এত অবধি আমি হাজার মাইল পথ হেঁটে এসেছি ।
শরীরের পাশে তক্ষুনি একজন নেমে এসে বলবে – তোমার চোখ খিলখিল করে অন্ধকারে হাসে , নড়বড়ে পায়ে উরুদেশ ধরে হেঁটে চলে যায়...
চুল্লি হাতে নিয়ে বয়স খুঁজতে গিয়ে বুঝবো – এই দেহ কামড় খেয়েছে , মৃতের মতো ডুব দিয়েছে সাপের গল্পে
২.
বোঝা যাচ্ছে । শরীরের বিসর্জন ঘটে গেছে
স্বাদ ভুলে গেছি । ঝুঁকি শব্দের অর্থ রেখে এসেছি অবশিষ্ট ঝিঁঝি বইয়ের লেখাটিতে ।
প্রভু , তুমি কি অন্ধ করে দিয়েছো আমায় । ক্ষতদের চিনতে পারছিনা কেন –আজ তারা সব তপস্যা জুড়েছে কোনখানে ।
প্রভু , সাপ ধরে কারা চলে যায় ওরা – পিঠে যে চাঁদের চিহ্ন ছিল আমার , সেটাও বুঝি হারিয়ে গেছে পাথর ভাঙার স্রোতে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র