কোজাগরী

মায়াজম
0
কালকেউটের সুড়ঙ্গ পথ



নেকটা সময় ধরে হাঁটতে হাঁটতে........
যে পথে কখনো আলো জ্বলবে না।
যে পথে রজনীগন্ধার বদলে উপেক্ষা ছুঁড়ে দেবে রাত্রি;সময়ের স্রোতে গোলাপ ভালোবেসে।
এক গুচ্ছ মাকড়শার জালে আষ্টেপৃষ্ঠে শূন্যের উপর রেখে যাবে পুরু পুরু ধুলোমেঘ।
যে পথে হাজার হাজার আর্তচিৎকারে হারিয়ে যাবে
বিষন্ন কিছু মুখ ; কেউ দেখবে না ;কেউ শুনবে না তাদের সংলাপ।
এক ঝাঁক মেঘের মতো স্মৃতি -ঘৃণার আতর ছুঁয়ে বিষ পান শেষেও শাশ্বত হবে এক দিব্যজ্যোতি;
আমৃত্য শিহরণ কালকেউটের সুড়ঙ্গ পথে...

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)