ঢাকির মেয়ে দুগ্গা
পিঠ খোলা জামাটাকে সেপ্টিপিনে এঁটে
মন্ডপে উঁকি দেয় ঢাকির মেয়ে দুগ্গা এসে।
জুতো ছাড়া খোলা পায় ধুলো কাদা মাখা
সবাই বলে তাকে এখন এখান থেকে যা।
দুগ্গা মায়ের সামনে সাজানো আছে খাবার
ফল,মিষ্টি, ভোগ সামগ্ৰী নানা রকম আহার।
ঢাকির মেয়ে দুগ্গা থাকে শুধুই অপেক্ষায়
পুজোর শেষে একটুখানি প্রসাদ পাবার।
ঢাকি দেয় ডাক তাকে কাঁসি বাজানোয়
দুগ্গার মন পরে থাকে একটু প্রসাদ পাবার জন্য।
মাটির দুগ্গা মায়ের পায়ে ভক্তের ভক্তি
দিয়েছে উজার করে কতো ধুতি আর শাড়ী।
দুগ্গা ভাবে মনে মনে তার থেকে নেবে
একটা ধুতি একটা শাড়ী বাবা মায়ের জন্য।
দুগ্গা মায়ের কতো যতন কতো আদর তার
ঢাকির মেয়ে পায়না ছিঁটে ফোঁটাও তার।
নতুন জামা ,জুতো হয়নি এবার দুগ্গার
খালি পায় ছেঁড়া জামা প্রসাদের অপেক্ষায়।
সুচিন্তিত মতামত দিন