চঞ্চল ভট্টাচার্য - মায়াজম

Breaking

২৬ সেপ, ২০১৯

চঞ্চল ভট্টাচার্য

স্মৃতিমেদুর




ইছামতীর পাড়ে কি কাশফুল ফুটতে শুরু করেছে?
কেমন একটা উড়ু উড়ু গন্ধ পেতাম
সঞ্চিতাদের বাড়ির শিউলি গাছের নিচে
আমার মন ভালো করা আগমনী গান
গেয়ে যেতো বোষ্টম বোষ্টুমীর দল।
স্কুলে যাওয়ার পথে দেখতাম,
কলেজপাড়ায় দুগগা পুজোর প্যান্ডেলে
ত্রিপলের আচ্ছাদন পড়ছে।
এই সময়, মা মাসীদের মুখ পালটে যেতো,
কেমন ঝলমলে হয়ে উঠতো চারদিক।
বৈভব ছিলো না,
কিন্তু, কি যে ভালোবাসায় উথাল-পাতাল হতাম তখন।
রানু মাসীমার মেয়েকে সেই প্রথম
বেশ ভালো লেগেছিল।
আরাবল্লীর দেশেও পুজো আসে,
শিউলির গন্ধ পাই না,
তবু, বুকের ভিতর খুঁড়ে
তুলে আনি স্মৃতির কবিতা।
একটা বছর আরো খসে যায়
ঝরা ফুলের মতো।
তবু পুজো আসে,
আসে নতুন অঙ্গীকারে,
এই নিয়েই তো দিন যাপন আমার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র