মনোনীতা চক্রবর্তী - মায়াজম

Breaking

২৬ সেপ, ২০১৯

মনোনীতা চক্রবর্তী

ভাস্কর্য



ঢেউ ছিঁড়ে গেলে পড়ে থাকে মোচড়ের দাগ
ফিরে আসা চিঠির ভেতর
ঘুমন্ত মনকেমন ধ্যানস্থ পাখির
চোখের মতো লেগে আছে...
দরজার পাশে কে-যেন আজও দাঁড়িয়ে থাকে।
নিয়মিত পিষে যাওয়া স্মৃতির সাথে
হান্ড্রেড-পাইপার্স আর আমি।
কতগুলো ক্লিপিং... 'এখনও আছে রজনী'
কেউ তো কখনও ছিল না আদৌ।
দরজার ছিটকিনির আওয়াজে ভীমরুলের চাক গা-ঝাড়া দেয় যথারীতি।
ফিরে আসা চিঠি জানে, পাখির চোখের মানে
স্তব্ধ আলোর পাশে কী-করে
অগণিত রাত্রি আঁকা যায়,তা-ও।
পাখিটা ধ্যানস্থ ছিল না।
কেউ বা কারা যেন উপড়ে নিয়েছে
ওর চোখ দুটো।
পাশে দুটো কাটা হাত।

পাখিটা ঘুমোয় না কখনও...

1 টি মন্তব্য:

  1. দরজার ওপাশে কে যেন আজও দাঁড়িয়ে থাকে...
    এ আমার অতীত
    তোমার অতীত...
    অধরা কুয়াশার মতো

    উত্তরমুছুন

Featured post

সোনালী মিত্র