অনুপম দাশশর্মা - মায়াজম

Breaking

২৬ সেপ, ২০১৯

অনুপম দাশশর্মা

উৎসব সবার 
------------------------------------------



শহুরে ঘুঘু জায়গা পায়না বাসা বাঁধার
কিন্তু মাথা গলিয়ে দেয় মানুষের
মরমের গহ্বরে।
শরৎকাল আসে বঙ্গের চারকোণে
নরম অন্তরে তখন বিধুর ছটফটানি
বড় সড়ক থেকে সরু সরু গলিতে
ঋতুজ্ঞানী প্রাচীন বৃক্ষের মত সনাতনী প্রভাব
অর্গল খুলে যায় পারিবারিক শাষনের-ই
দুই হাতে ধরা থাকে উৎসব
বন্ধনহীন রীতিনীতি।
খুঁজতে যেয়োনা কারো জন্মের আঁটঘাট
উৎসব সবার, ফি-বছর জানায় কাশফুলের
পুকুরঘাট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র