ডেকেছ যখন -যাবো
-------------------------------
ঝরা বাঁশ পাতা
নিক্কণের ইশারায় ডেকেছ যখন - আমি যাবো।
কিন্তু তার আগে --
ব্যালেন্সের দড়িতে হাঁটা মেয়েটি মাটিতে নামুক
বাবার ব্যবসায় অবাধ্য হয়ে স্কুলে যাক
চড়াই -শালিখে মিতালি করুক ;
নজরবন্দি খেলায় যে মেয়েটি খুন হল এইমাত্র
সে বেঁচে উঠলে আমি যাবো।
মানুষ মানুষকে মানুষ জ্ঞান করলে
কোন সন্তাপ না রেখে আমি যাবো।
কোনদিকে " না ' শব্দ ছড়াবো না
আমার তাল সুপারির বাগান ফেলে
আম - কাঁঠালের বাগান ফেলে
মায়ের আঁচল থেকে স্নেহভার আলগা করে
আমি ঠিক যাবো ।
যাওয়ার আগে জেনে যাবো
যে দুঃখ দিতে এসে ফিরে গেছে
সে ক্ষমা করেছে কি না
আমার তক্ষক ঘর আমাকে ক্ষমা করেছে কি না
তারপর আমি যাবো হাসতে হাসতে।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default
সুচিন্তিত মতামত দিন