কাঞ্চন দেব - মায়াজম

Breaking

২০ জুন, ২০২০

কাঞ্চন দেব

অনুধাবন







কটা আঁধার কি যথেষ্ট নয়
রাতের অন্ধকারকে বুঝে নেওয়ার?
মাঝ বয়সী বাঘ যেভাবে বুঝে নেয় তার
শারীরিক ক্ষিপ্রতা, দাঁতের জোর
কুমারী বাঘিনীর কামাতুর গর্জন।
ঘড়ির কাঁটার ত্রস্ত বিচরণ ঘুমকে জাগিয়ে রাখে -
নিঃসাড়ে হাত বুলিয়ে চলি
দেহের প্রতিটি অঙ্গ-প্রতঙ্গে;
হাত-পা-গলা-কান-মুখ-ঠোঁট-শিশ্ন
যৌবনের ফেলে আসা উত্তেজনা -
না, কোনও বিকৃতি ঘটেনি তো শরীরে
জন্তুর মতো রোমশ আবরণ বা পালকে আবৃত
হয়নি দেহের কোন স্থান;
শুধু বুকের বাঁদিকে হাত পড়লেই
অনুরণিত হচ্ছে এক জান্তব ধ্বনি
বাকিটা স্বাভাবিক অন্ধকারের মতো।

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র