ঈশানী রায়চৌধুরী - মায়াজম

Breaking

২২ অক্টো, ২০২০

ঈশানী রায়চৌধুরী

 



কাল দুপুরে ওরা যা যা করেছিল

                       
                                  


মার মাসির ঘরটা জ্বালিয়ে দিয়েছিল ওরা

কান্নাকাটি করেছিলাম খুব !  
ওই টিভির মেয়েগুলো যেমন নুয়ে পড়ে 
আর  শরীরের মাঝবরাবর কেমন ভাঁজ হয়ে যায়, 

ঠিক যেন পাঁচ পাউণ্ডের নোট 

যে ছেলেটা আমায় রোজ ভালোবাসার কথা বলত, 

গলাটা খানিক ঠিকঠাক করে নিয়ে তাকে ডাক দিলাম ...
শুনছ !’ 

সে বলল, ওয়ার্সান, কী হয়েছে ? কী হয়েছে তোমার ?  

 

ঈশ্বরকে ডাকছিলাম আমি | 

 

মনে মনে সেই এক কথা.....

‘হে ভগবান, 

আমার যে আসলে দুটো দেশ !

একটি তৃষ্ণার্ত, আর 

অন্যটিতে আগুন লেগেছে 

জল চাই ..জল..’ 


তারপর 

 

অনেক রাত যখন, 

কোলে বিছিয়ে রাখা মানচিত্রের 

পৃষ্ঠা জুড়ে এলিয়ে থাকা পৃথিবীর বুকে আঙুল বোলাতে বোলাতে

ফিসফিস করে জানতে চেয়েছিলাম, 

‘কোথায় ব্যথা তোমার ? কোথায় ?’ 

 

উত্তর এসেছিল....

‘সবখানে

সবখানে

সবখানে......’ 

 

         ( ভাষান্তরিত )

 

মূল কবিতা: What They Did Yesterday Afternoon
                  by Warsan Shire 



1 টি মন্তব্য:

  1. ওয়ার্সান শায়ারের লেখা ভাল লাগে।অনুবাদ ভাল লেগেছে।

    উত্তরমুছুন

Featured post

সোনালী মিত্র