কবিতা ও অমরত্ব
আজ একটা কবিতা লিখব
লেখা হয়ে যাবার পর তার পংক্তিতে পুঁতে রাখব পেরেক
মশারির দড়ি টাঙিয়ে নিরাপত্তা দেব আগাগোড়া
এ কবিতার ধর্ম নেই
তাই খুব সহজে এর শরীরে লাগিয়েছি স্বাধীনতার পোস্টার।
এই কবিতা লিখে হয়ত আমি গ্রেপ্তার হব
শরীরে ছোঁয়ানো হবে নুইয়ে পড়া সিগারেটের আগুন
একটু দৌড় করিয়ে পিঠে বসিয়ে দেয়া হবে টাটকা কার্তুজ
তবু আমি দৌড়ব
আমি দৌড়ব কবিতাটার দিকেই
কারণ এই কবিতাটাই আমাকে কবি পরিচিতি দিয়েছে।
এমিলি ডিকিনশন ভেবেছিলেন কবিতাটি তাঁর
লুইস ক্যারল ভেবেছিলেন এটিই শেষ ট্রাফালগার স্কোয়ারের স্মৃতি
শিরোনাম নিয়ে মাথা ঘামাননি কেউ
আমার বরাদ্দ শাস্তি থেকে আমি সরিয়ে রেখেছি দিন
এভাবেই আজ থেকে কবিতাটির অমরত্ব চেয়ে রাখি আমি।
সুচিন্তিত মতামত দিন