নীল আকাশ - মায়াজম

Breaking

২৫ সেপ, ২০২২

নীল আকাশ

 মেঘজন্ম

 


খনো মুছে ফেলা  যায়নি সব মেঘ। যেন ক্লাসঘর ঘন্টা বেজে ওঠার পর। যেন এখনো ব্ল্যাকবোর্ড মুছে ফেলা বাকি। অথবা মেঘেরা যেন কালো রুমালযে কোনো মুহূর্তে ওড়াতে ওড়াতে ভ্যানিস করে দিতে পারে যাদুকর কিংবা তার ভেতর থেকে বার করে আনতে পারে সূর্যের মতো উজ্জ্বল ফুল। সূর্যের কথা মনে হলেই মনে পড়ে কর্ণের জন্মের কথা , কুন্তির কথা। কুন্তির কথা মনে পড়লেই আরও মনে পড়ে যায় ভালোবেসে সূর্যের দিকে ছুটে যাওয়া বোকা ইকারাসের কথা। ডেডালাসের নিষেধ সত্বেও সে বোঝেনি সূর্যের দিকে হাত বাড়াতে নেই। ডানার মোম গলে গিয়ে সব পালক একটা একটা করে ঝরে গেল। নীচে গভীর সমুদ্র মৃত্যুকে হাতছানি দিচ্ছিল তখন।

 

সমুদ্রের কথাটা যখন এলোই দেখুন আবার সেই মেঘজন্মের কথাটাও ঘুরে ফিরে এলো।

 

--- 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র