বিশ্বজিৎ দেব

মায়াজম
0

       হুল





সব কি কাঁটা থেকে নেওয়া, ব্রজভাষা

দুদিকে ফুলের অসীম, মাঝখানে হুল


ধুলোপথ, রিনি রিনি পায়ের নূপুর

মনে পড়ে রানী মৌমাছিটির গ্রাম

ভাঙা চাক


তোমার গানের টানে ভেসে যাচ্ছে

ঘুঘুর দুপুর...




বিজিত

.........................

বিশ্বজিৎ দেব


প্রজ্জলিত পতঙ্গের আভা

তোমারও কি এসবের ভয়!


পাপড়িদের ছিঁড়ে ফেলা

ঘুমের পোশাক, মক্ষিকার লালা


ভুলে যাওয়া মধু ও পুরুষ

মনে পড়ে হুল ফোটানোর জয়!




 নমো মধু

............................

বিশ্বজিৎ দেব


দ্রুমদলশোভিনীরা বোঝে না এসব

বোঝে না আকাশ, দুঃখের গানের মুখোশ


উড়ে যাচ্ছে যে, তারও ছিল

মধুরেণ পুরুষের দল


মোমের আলোর নীচে বিরচিত

এমত পতঙ্গ সিরিজ


নমো মধু নমো মধু

মক্ষিকাও বোঝে না এসব!

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)