চন্দ্রশেখর ভট্টাচার্য - মায়াজম

Breaking

২৪ জুন, ২০২৩

চন্দ্রশেখর ভট্টাচার্য

          যাপন


মাদের জীবনের আর কিছু নেই বাকি?
ছিল কি কখনও কিছু! এই জীবনযাত্রায়
এই পাড়ে ঘন বন, ওই পারে ধূ-ধূ মরু
মাঝে বহমান তরী ছেঁড়া পাল, ভাঙা হাল
তবু তো চলেছি আজও উজান ভাটায়
টাল খায় দোল খায় ঘূর্ণিতে পাক খায়।
পথের বিপদ যা যা ছিল৷ কারা কারা যেন
হাত ধরে পার করে দিল খানাখন্দ যত
পরমাত্মীয় ছিলেন? নাকি সাথী শৈশবের।
মনেও পড়ে না আজ আর। তবু একদিনও
অনাহারে কাটাইনি তো, যদিও খাবারের
একটি কণাও তৈরী করিনি তুমি বা আমি।
শীতল ছায়ায় বাতাসের ব্যজনে শ্রান্ত দেহে
পাখির কুজনে কখন যে ঘুমিয়েছি, আর
শিশুদের কলরোলে উঠেছি জেগে রোজ।
আনন্দের সাগরে স্নান সেরেছি আমরা বলো।
জীবন মানে তো তোমার আর আমার নিত্য
শরীরের খেলায় প্রজন্মের স্বাক্ষর রাখা নয়।
আমাদের দু হাত আঁকড়ে ছিল স্রোত ও শিকড়ে।
এ জীবনকে মধুময় বললে তুমি মানবে নিশ্চয়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র