রাখি সরদার - মায়াজম

Breaking

২৪ জুন, ২০২৩

রাখি সরদার

     মধুতীর্থ




সমগ্র নিখিল
তীব্র উন্মাদনায় বুঁদ হয়ে
দখিনা হাওয়ায় উড়ছে কুটজকুসম
শ্রীমতি, তাও এত চুপচাপ! একাকী কান্নার মতো এখনো বসে আছো!
অথচ, তোমার নয়নপথজুড়ে
আজ ও কে এক কবি লিখে চলেছে
মধু ও ভ্রমর উড়ান
অবিরাম ফুল ফোটার ধ্বনি,
চূর্ণ চূর্ণ মশলা-সুবাস।
একটি ঘাসফুল জন্ম জন্ম থমকে
আছে বসন্ত আহ্লাদে...
এসো মাধুরী, মধুজীবনের দিকে এসো।যেখানে কাম-কান্ত পতঙ্গসব
হয়েছে পরম নিখোঁজ
নিরঞ্জনা,
এসো,সেই তীর্থপথে যাত্রা করি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র