মধুতীর্থ
দখিনা হাওয়ায় উড়ছে কুটজকুসম
শ্রীমতি, তাও এত চুপচাপ! একাকী কান্নার মতো এখনো বসে আছো!
অথচ, তোমার নয়নপথজুড়ে
আজ ও কে এক কবি লিখে চলেছে
মধু ও ভ্রমর উড়ান
অবিরাম ফুল ফোটার ধ্বনি,
চূর্ণ চূর্ণ মশলা-সুবাস।
একটি ঘাসফুল জন্ম জন্ম থমকে
আছে বসন্ত আহ্লাদে...
এসো মাধুরী, মধুজীবনের দিকে এসো।যেখানে কাম-কান্ত পতঙ্গসব
হয়েছে পরম নিখোঁজ
নিরঞ্জনা,
এসো,সেই তীর্থপথে যাত্রা করি...
সুচিন্তিত মতামত দিন