মোনালি রায় - মায়াজম

Breaking

২৬ জানু, ২০২৪

মোনালি রায়

 

পৃথিবী, ২০২৩

শুরু থেকে শেষ অবদি সাজানো বাগান ও সেঁকো বিষ।
যে মূহুর্তে আলো জ্বালবে ভেবে এক পা ' এগোতে চাইবে, সে মূহুর্তে ছোবল।
নীল হলে নির্জনতা, মাকড়সা জাল জড়িয়ে নেবে মিথ্যে লালার রঙীন বেসাতি,
পাঁচ ভূতে লুটে নেবে আলোর রথ।
অন্ধ মূক অথর্ব সময় শীতে কাঁপবে বসন্তের পর বসন্ত
যে শ্বেতপাথরে কেউ হলুদ-আলতার রঙ ফেলে রেখে গিয়েছিল
সে পাথর উলটে
রক্ত জবা ছিন্নমূল নাভিপদ্ম
অনন্ত কূপ
শুরু নেই, শেষ নেই


পরবাস
এক পা উত্তরে আর এক পা দক্ষিণে রেখে শরীরটাকে ঠিক কায়দায় দুটো আইডেন্টিকাল টুকরো করে ফেললে মাঝখানের দু'হাজার কিলোমিটার জুড়ে যে নদীটা বয়ে যায় তার চোখে মুখে দূষণের কালি...
আর দুই তীর জুড়ে অসংখ্য আলো ইমারত ফ্লাইওভারের ক্লান্তি জাগিয়ে রেখে বোবা শহরের সারি ঠায় দাঁড়িয়ে থাকে


মুখবই
আপনি বলছেন, আপনারা আমার সাথে আসুন.....
এখানে আলো এবং প্রজাপতি এবং ভালোবাসার কম্বল এবং নতুন চালের গন্ধ এবং সাদা খিলানের প্রাসাদ এবং রাস্তার কুকুরের জন্য কেঁদে ওঠা ভালো হৃদয়ের অতিমানব অতিমানবীরা একসাথে কোমর জড়িয়ে হাসছে খেলছে নাচছে গাইছে
...
ট্র্যাংকুইলাইজার ও উচ্ছেদের যে সাব অলটার্ন গল্প ভেতরে ঘুমিয়ে আছে, সেটা ঘুমোক


দূরত্ব ১০০ মাইল ও টাইম মেশিন
যে ফিরছে, দুর্বোধ্যতার কাঁটাতার দাঁতে চেপে.... ফিরছে, আলো- হাওয়ার হাত ধরাধরি করে চলতে থাকা সিঁড়ির ধাপে ধাপে
... বৃষ্টি, জোছনা, তুষারপাতের শরীরে কারো নাম এঁকেছিল, ফিরছে তাদের অনিশ্চিতে ভর করে
খাদের কিনারা থেকে উলটো পায়ে যেমন ফিরে আসে মৃত আত্মারা দলে দলে, তার হারিয়ে ফেলা দিন রাত সপ্তাহ মাস বছরগুলোকে মুঠোয় ভরে ফিরছে সময়ের বিপরীতে...
যেখানে নিত্য নতুন মাংসের সাথে দাঁড়িপাল্লায় তুল্যমূল্য ওজন করবার কসাই থাকবে না ত্রিসীমানায়
এই ভরসায় , শেষ বারের মতো সমুদ্রের ঠিক মধ্যিখানে আকাশের আতস রেখে দেখতে কি পাবে , ভবিষ্যৎ ও বর্তমানের পুড়িয়ে ফেলা ভুল গুলো....?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র