নীলাব্জ চক্রবর্তী- - মায়াজম

Breaking

২৬ জানু, ২০২৪

নীলাব্জ চক্রবর্তী-

দ্বিতীয় কবিতাটা
*


মস্ত কবিতার মতো
এই কবিতাটারও একটা বডি-ডাবল আছে
আড়ালে
হাসতে হাসতে
ঝাঁপ দিচ্ছে
ভাষা আর সিনট্যাক্স ছিঁড়েখুঁড়ে
নিজেকে এবড়োখেবড়ো করতে করতে
স্পেস চাইছে
একঘর
তিনঘর
পাঁচঘর
স্কিপ করতে করতে
আমি সেই দ্বিতীয় কবিতাটা লিখতে চাইছি…
= = =
আউটডোর
*
আউটডোর জুড়ে
কেন
আবার ডে-ফর-নাইট পর্যন্ত
কাঠামোয় ফিরে যাওয়া প্রতিমার সবটুকু নিয়ে
এক ঘর কাগজ হয়েছে
কাগজের মাংস হয়েছে
কোটরে কোটরে রেখে যাওয়া ভাষাবীজ
একদিন ফুলে উঠবে ভেবে
কাঁচাপাকা
আঙুল ঘষতে ঘষতে
আমি খুব উদাসীন
দুটো পঙক্তির পর পংক্তি
আড়ষ্ট
জীবাশ্ম পুড়িয়ে পুড়িয়ে এই এতদূর...
= = =
এসব জৈব-কবিতার গায়ে গায়ে যে ছায়াশহর
*
এসব জৈব-কবিতার গায়ে গায়ে
স্মৃতি এক পড়ে যাওয়া
ফল
হেমন্ত অর্থে
যে ছায়ায়
তৃষ্ণা মানে
একটাই কাঁচের বোতল গড়িয়ে
অস্থির সাম্যের দিকে
সারাদিন
হরফ বদলে বদলে
যে শহর ছড়িয়ে পড়ল
বিভাষা ও ক্ষতের কথায়…
= = =
স্থানীয় সময়
*
ব্যথা অর্থে অনুরক্ত হয়
আর বিরহ বলতে বলতে দ্যাখে
কবিতাগাছের নামে
প্রতিদিন এই বেলা বারোটার বরফ
কাগজে কাগজে নেমে আসছে
সময়
তাহলে একটা দূরত্বের নাম হয়ে
স্লিপারি একটা-দুটো ইচ্ছে
ঘন
বিদেশী ছবির সাথে
এই তো ঘুরে আসা স্থানীয় সময়
হাতভর্তি কাগজের স্মৃতি
পুরনো গণিত ও সিঁড়িঘর নিয়ে
ব্লাশ করবে কি করবে না...

২টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র