পরিতোষ হালদার

মায়াজম
0


স্বরাট

দুইটি স্বরাট দেহ, অথচ প্রেম এক বিন্দুতে অজস্র হয়ে যায়।
যেন গন্ধরাজ, যেন নির্জন খুঁজে পায় আওয়াজ কলা।
#
যোগচিহ্নের মতো একা, আমাকে শক্তির শূন্যতা দে, আমি অন্ধকারের দিকে ক্রমশ উজ্জ্বল হয়ে উঠি।
#
কত স্মৃতি আছে, ডুব দিলে অনন্ত উড়াল। ডানায় ডানায় তার কল্পের ছোঁয়া।
#
আয় অবলীলা করি, গানশব্দে বজুক সময়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)