পাপী নীলকন্ঠ - মায়াজম

Breaking

২৬ জানু, ২০২৪

পাপী নীলকন্ঠ

 




প্রেমপত্র

🌼
নিভৃত নারীর পানে ছুটে যায় রাত্রির হিম
আজ রাতে যে স্নানে মাতোয়ারা চাঁদ,তার সিঞ্চিত জোছনায় ভিজে যায় সে নারীর অঞ্চল
কুণ্ডলী ঘুমের মাঝে খোয়াবের নৈঋত কোন,দেখো কে আছে দাঁড়িয়ে সেথায়
ভাঙনের নদী বরাবর,একখানা পানসি রয়েছে বাঁধা,জনবসতিহীন প্রান্তর
এমন নিদ্রালু রাত,কুটুম্ব পাখির পয়গাম,মেঠো ইঁদুরের ঘুম,শেয়ালের অসুখী কান্না
সব ভুলিয়ে দিয়ে,বারোশিঙা হরিণের জটিল জীবন শেষে,ভেজা সবুজের আশ্রয়
যে ডাকে তোমায়,অনর্গল,বুকের বাঁ পাশে রেখে হাত,ভয় তাড়িয়ে সকল
প্রেমিক পুরুষ,তাকে চিনে নাও,জাপটে ধরো,চলো পালিয়ে কোথাও
এই নিভৃত নারী ভাল লাগে না,তুমি কেন যে নদীর মতো হলে না।
🌼
ফিল্টার
🌼
প্রত্যাবর্তনের পর একটা দাবি---
নিঃশর্ত ক্ষমা
সাইনুসয়ডাল তরঙ্গের চিবুকে ঝুলছে দুটি দশা---ঘৃণা এবং ভালবাসা
অতীতের ছলান লাগিয়ে তাও ধুঁড়তে চাই---আমি যা কিছু হারাই প্রতিটি বিফল প্রেমের শেষে
তবু ফিরে ফিরে এসে---ধূমকেতুর মেখলা জড়ানো প্রেমিকার দল
তাদের কান্না অথবা হাসি----যা কিছু নির্মল,সবই ধুয়েমুছে সাফসুতরা হয়ে যায়
তাদের নফস জুড়ে তীব্র আলিঙ্গনের আবহ,আকর্ষ নড়বড়ে
রূহজুড়ে পবিত্র সঙ্গীর চেতনা,দৃষ্টিজুড়ে
তবুও তাকাতে পারি না---পারি না
অনটনের মত তাদের মনে পড়ে
এমনই সকালে-বিকালে দুষ্প্রাপ্য পান্না আমি ছুঁতে চেয়েছি,কত খুঁজেছি
ধরেছি সেই আকালে অযাচিত হাত
তারা ধরেছিল ভালবেসে...কাছে এসে...
দিয়েছিল মমতা,নিগূঢ় মনন যা তাদের ছিল
তারা জানে না---কে কোনকালে ফিরে এসেছিল,ফিরে আসবে
তারা জানে না---কে ভালবেসে ছিল,ভালবাসবে
শুধু তারা সে অনটনে ছিল,তারা থাকবে---
যারা ছিল সেইক্ষণে,প্রেমিক তো তাদেরকেই ভাববে।
সন্ধ্যার বাজু ধরে নেমে এল মেয়েটি
এভাবে পরীরাই নামে,নগর বাউল সবে গান ধরেছে
এ বয়স ধার দিতে চোখ মুছি ষোড়শীর চোখে
ছম ছম ছম,নীরবতা ভেঙে দেয় নিষ্পাপ নাঙ্গা পা
ড্যাবডেবে চোখে তার আধশেষ চিঠির খসড়া
'চিনিতে পারি নি বধূ,তোমার এই আঙিনা
তাই দেরি হল যে,দেরি হল যে,তোমার কাছে আসিতে'
আকাশবাণী কলকাতা ক,ভেসে আসে বয়ঃসন্ধি
প্রেমে পড়ি,শীত শীত করে,পিছলে যায় জোছনায় গতি
থেমে যাও সখী,আমারও বয়স থামে কই
কিসের মাঝে কী,তবু তোমার পানে একলা চেয়ে সই
ভাবনা কাহারে বলে,যাতনা কাহারে বলে---বোঝাও,বোঝাও,বোঝাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র