পলাশ কুমার পাল - মায়াজম

Breaking

২৬ জানু, ২০২৪

পলাশ কুমার পাল

 কবিতা



১.
দৌ
লোকটা ছুটছে
বালির ওপর দিয়ে লোকটা ছুটছে...
মেঘ উড়ছে,
মেঘ ছুঁয়ে লোকটা ছুটছে
মরুভূমি পেরিয়ে...
দূরে এক ক্যাকটাস
মানুষের চোখ পাহারা দিচ্ছে,
মেঘেরা উড়ছে...
মুখের ওপরে মুখ
কঙ্কালের ওপরে,
ধূসর আকাশের নীচে
ফুল হাতে লোকটা ছুটছে...
২.
যাত্রা
একটা ভাসন্ত হৃৎপিণ্ডের মধ্যে তুমি আমি
বাতাস আঁচড়ে চলেছি,
জানলার কাঁচে গাছপালা এঁকে....
চোখ চুষে নেয় পৃথিবীর সব রক্ত ও ফুল,
তোমার আমার গল্পের মাঝে-
রেলিংয়ে এক নীল পাখি
আল্পনা রেখে যায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র