রত্নদীপা দে ঘোষ - মায়াজম

Breaking

২৬ জানু, ২০২৪

রত্নদীপা দে ঘোষ

 

মনোভঙ্গিমা


কাল সারারাত বৃষ্টি ছিল, আজ সারাদিন বৃষ্টি নেই।
ছিল আর নেইয়ের মাঝখানে মহার্ঘ রত্নের মতো বিকেলরেখা
ঘেরাটোপের তালা খুলে সূর্যের অভিমান,প্রিয়জনকে নিয়ে লেখা ব্যক্তিগত
বটুয়ার মতো দেখতে!হৃদয়ের আঁচড় পড়বো ভেবে জলসার বাতিদান জ্বেলে!
অসময়ে আলো না জ্বালালেই নয়?
সন্ধ্যাফুরানো শুন্যে পাক খায় - লাট খায়
ছিল আর নেই, মহাকাশের যমজ সন্তান!
অন্ধকার জ্বলে ওঠে লহরে লহরে
তৎসম স্বরে আকাশে তাকিয়ে
বাদশাহী সূর্য পঞ্চদশী চন্দ্রমা
মৃগনাভি বুনতে বুনতে
ফিসফিস সাজিমাটির তালা
কাল বৃষ্টি ঝুড়ি ঝুড়ি, আজ বাদলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র