দেবাশিস মুখোপাধ্যায়

মায়াজম
2
রকবাজ বিষয় নয়  
রকবাজ পাখিগুলি শিস দেয়
সেইসব প্রেমিকা গাছ পায় না
বাতাস জেনে যায় এতোটাই উদাসীন 
যে গীটারে সুর উঠছে না
নার্ভের অসুখে কেঁপে যাচ্ছে আঙুল 
যে ছুঁড়ে দিতে পারছে না দলা পাকানো প্রেমপত্র 
মাউথ অরগানে সেইসব সুরের খেলা 
রকগুলি উঠে গেলে অন্য পাহাড়ে
হয়তো বাজে পাতা আর গাছের শরীরে 
এখানে এখন শুধু বাজার বাজার 
গাছ নেই যে বাজবে 
সিনেমাও মাল্টিপ্লেক্সে ঠান্ডা হয়ে গেছে          

একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন