অনুপম মুখোপাধ্যায়

মায়াজম
2







মুখোশ : পুনরাধুনিক অবলোকন  



সাধারণ। ভেঙে ফেলা সাধারণ কাজ চক
রা হয়। রাধিকাও হয়। সকালের রোদে
ভিতর লাগিয়ে আছে রাতের দিনের ফিগার
এই রোদ শখ। দেখি হাত। নখ সাদারং
গতকাল। ধোঁয়াজমা। আগামীর জলে ছকে
মথ এসে খেয়ে গেছে কুশনের বাগিচার ঢং
মুখোশের চোখ। নাক। গলা ও সীমানা
সরকারি আলো। মাখে। প্রসাধন সকলের হয়
আমার হ্রদের আমি। সবচেয়ে বেশি
তোমার হ্রদের তুমি। সবচেয়ে কম
সা হও। সাধিকাও হও। লোহার লবণে
লুকোনো গরম ওষুধ তুমি। যোগফল রাখো


একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

  1. সবচেয়ে বেশী অবাক এবং আকৃষ্ট হলাম যেটায় তা হল কেটে দেওয়া শব্দগুলো।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন