চন্দ্রশেখর ভট্টাচার্য

মায়াজম
2






দহন






এই দহনে আগুন ছিল
এবং অঢেল রক্ত
দুই পাশে তার আল্লা এবং
ভগবানের ভক্ত

এই দহনে ছাই হয়েছে
অনেক সবুজ গান
এই দহনে দাহ্য হল
গীতা কোরান

দহন ছিল আবেগমাখা
ত্রিশূল এবং ছুরি
কবরখানা, শ্মশানে তাই
সকাল বিকেল ঘুরি

একটি মন্তব্য পোস্ট করুন

2মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন