উমাপদ কর

মায়াজম
0
                                                      মনক্কা-চুর












নির্বাচিত শীতকাল পাতার হাড়ে চুঁইয়ে নামে
অংশত তুমি কাঠের নৌকো হয়ে ওঠো
ভাসব,
হালের ছায়া ভেসে যাবে, অধিক


চৌকাঠে ঠায় দাঁড়িয়ে লম্ব
ভূমির পাপোশে লজেন্স মুখে বেড়ালছানারা
তোমার ছবি থেকে অতিভুজ সোফায় হেলানো
কিন্তু, কিছুতেই একটা ত্রিভুজ হয়ে উঠছে না


রোদের রোমে তৈরী উল-বল পায়ের কাছে নাচছে
তে-কাঁটায় বুনে চলেছো শীত
একটু একটু ইন্‌সোমিয়া
ওষুধেরা পক্ষে বিপক্ষে তর্ক শুরু করে...


চোখ রেখে রেখে রেখার বাইরে চলে যাওয়া তার
তোমার আনমনায় লুকোচুরি খেলে
খেলুক, একেকটি আমি পোস্টে পোস্টে দাঁড়িয়ে
রেখার ভেতরে বালক পেতে থাকি


এক্স-রে প্লেট ও তারের সম্পর্কের মধ্যে
একজন ডাক্তারের চোখ নিয়ে তুমি লুডোর পুট হতে চাইলে
বৃষ্টি গাঢ় হয়ে খুশি পেল


তুলো হয়ে উঠছ
অসুখ ছড়িয়ে বিছানা অ্যালবাম হল
ডেটলে কতটুকু রক্তপাতই বা বন্ধ করতে পারো
অনুচক্রিকা হাত পেতে থাকলে


পাতা চিনতে ভুল হয় না, ফুলও
কান্ডে বসে পা দোলানো প্রেম, শাখা-প্রশাখার ফলে অসুখ সুখ
শেকড়--- জানিচিনি নেই
বন্ধু হতে পারব কি!


তিনটে ভাদ্র দিনের জন্য একটা ফাগুন দিন ফ্রি
বিক্রি হচ্ছে
ডাই করা শার্টের সেলাই খুলে সুতোগুলো
তোমাকে জড়াচ্ছে, ডিউস হয়ে উঠছ
শরতে

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)