জন্ম
রোজ মধ্যরাত্রে,
যখন ঘড়ির কাঁটা দুটো
একে অপরের শরীরে মিশে যায়,
দু'জোড়া চোখের সামনে জন্ম নেয়
একএকটি দিন।
পলকের মধ্যেই 'আজ' অতীত হয়ে যায়,
আর
'আগামী' আজ হয়ে চোখ রাখে চোখে।
শুধু সেই দিনগুলো
যেদিন তুই থাকিস না...
দিনটা জন্মাতে চেয়েও মরে যায়,
অপেক্ষায় থাকা চোখের পাতার নীচে।
আসলে
একলা কোন দিনের জন্ম দেওয়া যায় না...
একলা কোন স্বপ্নের জন্ম দেওয়া যায় না...
এমনকি, ভাষারও না।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default


সুচিন্তিত মতামত দিন