রূপক সান্যাল - মায়াজম

Breaking

১৮ মার্চ, ২০১৬

রূপক সান্যাল


 জীবন





এভাবেই একদিন লালকে লাল ব`লে ফেললাম,
কালোকে চিনে ফেললাম কালো ব`লে ; হলুদকে হলুদ,
এভাবেই একদিন কঙ্কালের সবকটা হাড় ভেঙে ভেঙে
দেখে ফেললাম – জীবন কতটুকু পোড়ালে, কতটা
ছাই জমা হয়,
এভাবেই একদিন গভীর ঘুমের মধ্যে, মাথার
বালিশের কাছে জেনে ফেললাম – সুখে থাকার সব
গোপন পরামর্শগুলি
ঘামের প্রতিটি বিন্দুতে জমা হলো
বালির মত কিরকিরে অভিজ্ঞতা …
এভাবেই একদিন স্বপ্ন দেখলাম – সাদা থান,
নদীর ঘাট, মাটির ভাঙা কলসী-
আমি তো টবের গাছ- অস্থাবর,
খুব বেশি ডালপালা ছড়াইনি ...
এভাবেই একদিন রাতের ব্যস্ত আকাশে,
আরো একবিন্দু ব্যস্ততা যোগ ক`রে
চলে যাব-
তুমি দেখো, ঠিক চলে যাব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র