সোমাদ্রি সাহা - মায়াজম

Breaking

১৮ মার্চ, ২০১৬

সোমাদ্রি সাহা

                 অলৌকিকা তুমি          











কবিতার মায়া সবুজ জীবনের বনজ লতা
নূপুর বাজে, দিশেহারা লাগে মন ও কথা।
ফাল্গুনের শান্ত ঝর্ণার নদী শ্যাওলা ঠোঁটে
শুধু তোমায় খুঁজি, লুকোচুরি বিরহী কোর্টে,
এ মায়া প্রেম ছাড়া কিছু নয়, প্রকৃতিময়
সর্বত্র স্থিতির - শক্তির মিলিত পীঠ রূপময়।
ধীরে ধীরে সুন্দর নখের হাত এগোচ্ছে
বিস্তীর্ণ নীল আকাশে মায়াবী চোখ গোলাচ্ছে
রুষ্ট হচ্ছে সব ছন্দ, কবিতার পালে রাখাল
আমার কবিতার শব্দে মাধুকরী, শব্দ আকাল।
তবু কবিতা চাইছে রঙ রস গন্ধ, স্নিগ্ধতায়
অলৌকিক মূর্ত-বিমূর্ত তোমাকেই ভাবায়।

সমাজের আয়নার কাঁচে কালবোশেখে সুখ
সত্যিই বলছি উর্মি, দুজনেরই গভীর অসুখ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র