নিউটন বালা - মায়াজম

Breaking

১৮ মার্চ, ২০১৬

নিউটন বালা

রোমন্থন









জীবনের সংজ্ঞা বোধহয় তোমারও জানা ছিল না
তাই বার বার ভুল সংজ্ঞায় আমরা জীবন সাজিয়েছি।

সরল নামক অঙ্কে তুমি যোগে ভুল করেছ
তাই আমি ভাগ হয়েও, ভাগশেষ মিলাতে পারিনি ---------
পাওয়া না পাওয়ার সমস্ত হিসাবই বিয়োগান্তে !

এখানে কষ্টেরা বড় হিসাবি
শুধু তুমি আমিই আজও রয়ে গেছি অংকে কাঁচা,
নিজেকে বদলাতে পারনি বলে তোমার জীবনের সংজ্ঞা ভুলই রয়ে গেল।

আমার সংজ্ঞা বদলে নিয়েছি দু'চারটে কবিতা লেখায়
স্মৃতিরোমন্থনে নিজে নতুন করে আবিষ্কার করি রোজ ---------
অপ্রাপ্তির মতো বড় প্রাপ্তি পৃথিবীতে আর নেই!

সুখতো ক্ষণস্থায়ী উত্তেজনা মাত্র
ওরা আসে দুঃখের উপহারটিকে ছিনিয়ে নিতে।
জীবনের সংজ্ঞা দিতে পারিনি বলে সমগ্র জীবন ধরে
কষ্টের একটি নির্ভুল সংজ্ঞা দিয়েছি, -------- প্রেম.......!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র