নির্মাল্য বিশ্বাস - মায়াজম

Breaking

১৮ মার্চ, ২০১৬

নির্মাল্য বিশ্বাস

                                       দ্বীপান্তর









আমি তো আবাহন চাই নি ;
চাইনি তোমার রোদেল আঙিনায় কুড়িয়ে নিতে
দু' মুঠো নবান্নের ধান!
তবু ডেকে নিলে যখন
এ নির্বাসন কেন?
আমি তো পুড়তেই চেয়েছি সূর্যের মত;
যতটা পুড়লে হিম রাত্রির বুকে মাটি খুঁড়ে ফুটে ওঠে
এক সূর্যমুখী ভোর।
চেয়েছি টুপটাপ বৃষ্টিরাও
উপোষী কবিতার মতো
তোমার চোখ ছুঁয়ে, ঠোঁট ছুঁয়ে
মিলিয়ে যাক ক্যাপুচিনোর ধোঁয়ায়।
পোড়াবেই যদি তবেও নির্বাসনে নয়
দ্বীপান্তরে যাই।
অন্তর খুঁজছো সূর্যতপা?
দেখো চেয়ে আমার দু’চোখের মাঝে
জেগে ওঠা এক আশ্চর্য দ্বীপ!

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র