শুভ আঢ্য

মায়াজম
0
                                                মৃত্যুবার্ষিকী                       








আসীন হয়ে আছে পথ, ফোটোফ্রেম
ঘর ভাঙছে
দাড়ি বাড়ার সময়ে,
সংসাররূপ নরক হলে

মা আসে।

কাঠামোজনিত অভাব
দেখতে দেয়, ছুঁতে দেয় না

টিফিনবক্স, বোতামঘর, থার্মোমিটার,
মাছভাজা ছড়িয়ে যাচ্ছে ঘরময়
এসো, জ্বর হও

ভ্যান গঘ হয়ে আঁকো সানফ্লাওয়ার

চাকরিজীবী জীবন
ফিরে যাচ্ছে স্কুলব্যাগে,
হারাচ্ছে পেন্সিল, ট্রাম্প কার্ড

তুমি গুছিয়ে রাখছ আত্মহনন।
সকাল হচ্ছে
তুমি চলে যাচ্ছ

হলুদের দাগ, তুলতে
আমি চানে যাচ্ছি

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)