দর্শণা বোস - মায়াজম

Breaking

১৮ মার্চ, ২০১৬

দর্শণা বোস

                         গুচ্ছ কবিতা 









১)
নির্মম স্বপ্নের ঘরে
থমকে ছিল শিউলি-সুবাস-
মূর্ছিত শয্যা এখনো আঁকড়ে আছে
কানাড়ার স্খলিত বিভঙ্গ।
ফসিল গন্ধে ভরপুর তবু
শঙখ লাগা রাতের
স্তূপীকৃত উচ্ছ্বাস।

২)
রক্তে আমার হাজার জলুস
তাক ধিনাধিন নাচ,
আয় ফেলে দে ঘোমমটা আড়াল
একটু না হয় বাঁচ।

পয়সা অচল শ্যাওলা মেখে
দিব্যি সচল সুখ,
সুখের মুখে আগুন দিলাম
উঠুক ঝড় উঠুক।

৩)
আমার কোলে তখন সবে
এক বিঘের এক নদী,
ডোবার ছলে মরণ খুঁজি
সইতে পারি যদি।

সইয়ে নিলাম আগুযাপন
হাড়িকাঠের গান -
সেই নদীটির গায়ে আজো
একশো গোলাপ ঘ্রাণ।

৪)
একশো তীরে ঘায়েল হওয়া মন
ঝিনুকবনে ডোবার আগে শোন,
নষ্ট সময় নষ্ট তবু নয়
প্রলয় সুখেও বাঁচছে এ জীবন।

৫)
তোর  আগুনরঙা রূপের ছটায়
পাগল পাগল সুখ,
মানিনী তুই ভাসাস আমায়
ঢাকিস পোড়া মুখ।
ঐ মৌপিয়াসী মনের খোঁজে
আগলে রাখি দোর,
সং সেজেছি রং মেখেছি
হইনি তো কমজোর।
সই নিভলে আগুন ডাকিস আমায়
উসকে দেব আঁচ,
আগুন আমার ঘরের মিতা
আমার হাতের পাঁচ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র